রাজ্যে রামের সঙ্গে বামেদের গোপন আঁতাতের অভিযোগ তুলেছেন অনেকেই। সে জায়গায় দাঁড়িয়ে সিপিআইএম (CPIM) নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) জানালেন, তৃণমূলকে (Tmc) হারাতে বিজেপিকে (Bjp) সমর্থন করা যায় না। হুগলির (Hoogli) খানাকুলে পথসভায় রাজ্য কমিটি সদস্য সুজন চক্রবর্তী বলেন, তৃণমূলকে হারাতে বিজেপিকে সমর্থন করা যায় না। যদিও বিজেপির বাড়বাড়ন্তের পিছনে তৃণমূলের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন সুজন।

খানাকুলে বাম (Left), কংগ্রেস (Congress) ও আইএসএফ (Isf) মহামিছিলে হয়। খানাকুলের রাজহাটি থেকে খানাকুল ব্লক ১ অফিস মোড় পর্যন্ত মিছিল হয়। মিছিলে কংগ্রেস, সিপিআইএম, আইএসএর কর্মী-সমর্থকেরা পা মেলান। মিছিল শেষে একটি পথসভা করা হয়। সুজন চক্রবর্তীর মতে, বাম শক্তির বিকল্প নেই। ১১ বছর পরে খানাকুল এলাকায় বামেদের একটি মিছিল সংগঠিত হল।

আরও পড়ুন- টাকা দিয়ে, মেরে বিজেপিতে যোগ দিতে চাপ: অভিযোগ তৃণমূল কর্মীর
