Tuesday, May 13, 2025

তৃণমূলে মা পিয়া, প্রেমিকা কৌশানি ঘাসফুলের প্রার্থী হলেও বিজেপিতে যোগ বনি সেনগুপ্তর

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লড়াই-আদর্শে অনুপ্রাণিত হয়ে সম্প্রতি IMPA প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত (Piya Sengupta) তৃণমূলে (TMC) যোগ দিয়েছিলেন। পিয়াদেবীর সঙ্গে তাঁর হবু পুত্রবধূ অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ও (Koushani Mukherjee) যোগ দিয়েছিলেন ঘাসফুল শিবিরে। শুধু তাই নয়, কৌশনি এবার শাসক দলের প্রার্থী। কিন্তু একেবারে উল্টোপথে হেঁটে বিজেপিতে (BJP) যোগ দিলেন পিয়া সেনগুপ্তের ছেলে ও কৌশনির প্রেমিক অভিনেতা বনি সেনগুপ্ত (Boni Sengupta)। আজ, বুধবার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন অভিনেতা বনি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। আর বিজেপিতে যোগ দিয়ে বনি মন্তব্য, ”মানুষের জন্য কাজ করতে চাই। গুরুজনের নির্দেশ মতো চলব। জয় শ্রীরাম”।

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন বনির মা তথা IMPA সভাপতি পিয়া সেনগুপ্ত। তৃণমূলে যোগ দিয়ে বনির মা পিয়া সেনগুপ্ত বলেছিলেন, ”আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ও কর্মী হিসাবে। ছোট থেকেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত। আমার বাবা অভিনেতা সুখেন দাস দিদিকে ভীষণ স্নেহ করতেন, সম্মান করতেন। সেই সময় থেকে তাঁর সমস্ত কর্মযোগ্য দেখে বড় হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের পাশে থাকতে দেখেছি। তৃতীয়বারও মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। অঙ্গীকার করছি, আমার শেষ রক্তবিন্দু দিয়ে দলের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।”

হবু শ্বাশুড়ির সঙ্গে একইদিনে অভিনেত্রী তথা বনির প্রেমিকা বলেই পরিচিত কৌশানি মুখোপাধ্যায়ও তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তরের বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীও হয়েছেন কৌশানি। ভোটের প্রচারে অভিনেত্রী ইতিমধ্যেই কৃষ্ণনগরে ঘর ভাড়া নিয়ে থাকা শুরু করেছেন। এখন দেখার, বিজেপি বনিকে ভোটের টিকিট দেয় কি-না!

আরও পড়ুন- ঘুষি মেরে নাক ফাটিয়ে দিলেন জোমাটোর এক কর্মী, অভিযোগ এক মহিলার

Advt

 

 

 

spot_img

Related articles

স্বাভাবিকের পথে উপত্যকা, তবু কাটছে না আতঙ্ক!

পহেলগাম হামলা থেকে অপারেশন সিন্দুর (Operation Sindoor), কখনও সীমান্তে গোলাগুলি আবার কখনও আকাশপথে ড্রোন কিংবা মিসাইল হামলায় ত্রস্ত...

আজই বর্ষার আগমন! তাপপ্রবাহের মাঝে বড় আপডেট দিল মৌসম ভবন 

গরমে হাঁসফাঁস রাজ্যবাসীকে খানিকটা স্বস্তি দিয়ে দফায় দফায় ঝড় বৃষ্টি হয়েছে গোটা বৈশাখ জুড়ে। বাংলা নববর্ষের প্রথম মাসের...

প্রধানমন্ত্রীর ভাষণের পরেই রাতে জম্মুতে হামলার চেষ্টা পাকিস্তানের! ব্ল্যাকআউট এলাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছু সময় পরই সোমবার রাতে জম্মুর সাম্বা সেক্টরে...

পর্যটক টানতে উদ্যোগ! এবার দার্জিলিঙের রাস্তায় ছুটবে ‘অমিতাভ-ধর্মেন্দ্রর’ মোটরবাইক

“ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে...” — এই গানে ভেসে আসা বন্ধুত্বের আবেগ এবার ছুঁয়ে যাবে বাংলার প্রিয় পাহাড়ি...