পায়ে-কোমরে মারাত্মক চোট, মমতাকে আনা হচ্ছে SSKM হাসপাতালে

নিজের কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) মনোনয়ন (Nomination) জমা দেওয়ার পর আহত (Injury) মুখ্যমন্ত্রী (CM) তথা তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁকে নিয়ে আসা হচ্ছে কলকাতার SSKM (পিজি) হাসপাতালে। সেখানকার উডবার্ণ ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। সেইমত যাবতীয় প্রস্তুতি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সার্জারি, অর্থপেডিক, মেডিসিন-সহ সমস্ত ধরনের বিভাগীয় প্রধানকে সবদিক থেকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে। তৈরি হচ্ছে মেডিক্যাল বোর্ডও। পাশাপাশি, ট্রমা কেয়ারের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরাও তৈরি আছেন।

উল্লেখ্য, নন্দীগ্রামে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাম পায়ে চোট লেগেছে। পাশাপাশি তাঁর অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দেওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। রেয়াপাড়ায় একটি মন্দিরে পুজো দিয়ে বেরানোর সময় ধাক্কাধাক্কিতে পায়ে চোট লাগে তাঁর। ষড়যন্ত্র করে ইচ্ছাকৃতভাবে তাঁকে ধাক্কা মারা হয় বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্য পুলিশের কেউ ছিলেন না বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন- তৃণমূলে মা পিয়া, প্রেমিকা কৌশানি ঘাসফুলের প্রার্থী হলেও বিজেপিতে যোগ বনি সেনগুপ্তর


Advt

 

 

 

Previous articleতৃণমূলে মা পিয়া, প্রেমিকা কৌশানি ঘাসফুলের প্রার্থী হলেও বিজেপিতে যোগ বনি সেনগুপ্তর
Next articleনন্দীগ্রামে মীনাক্ষি, সিঙ্গুরে সৃজন: তারুণ্যে ভরসা রেখে বাকি দফার প্রার্থী ঘোষণা বামেদের