প্রথম ম্যাচে ভারতীয় লেজেন্ড( india legend ) দল জিতলেও ইংল্যান্ড লেজেন্ডের ( england legend ) কাছে ৬ রানে হারতে হল তাঁদের। পথ সুরক্ষা বিষয়ে সচেতন করতে শুরু হয়েছে একটি প্রতিযোগিতা। বিভিন্ন দেশের প্রাক্তনদের নিয়ে তৈরি দলের মধ্যে লড়াই চলছে হাড্ডাহাড্ডি। সেই প্রতিযোগিতায় পিটারসনদের কাছে হারল সচিন, সহবাগরা।

প্রথমে ব্যাট করে ১৮৮ করে ইংল্যান্ড লেজেন্ডরা। ৩৭ বলে ৭৫ করেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান কেভিন পিটারসন। মূলত তাঁর ব্যাটে ভর করেই এত রান তোলে ইংল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে ভারত থেমে যায় ১৮২ রানে। ভারতের হয়ে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেন ইরফান পাঠান।
ম্যাচ শেষে সচিন তেন্ডুলকর বলেন, “কেপি (পিটারসেন) দারুণ খেলেছে। মনেই হল না ও কখনও ক্রিকেট খেলা বন্ধ করেছে বলে। ১৩ তম ওভার অবধি খেলে দলেকে জয়ের রাস্তা দেখাল ও। এই ধরনের ক্রিকেটে আগে থেকে পরিকল্পনা করা যায়। কিন্তু সব সময় তা কাজে লাগবে এমন নয়।” ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছেন মন্টি পানেসর।

আরও পড়ুন:ফিটনেস পরীক্ষায় ফেল বরুণ, টি-২০ সিরিজ থেকে বাদ পড়লেন তিনি
