পরিস্থিতি পর্যালোচনায় মেদিনীপুরে দুই পর্যবেক্ষক বিবেক দুবে ও অজয় নায়েক

প্রথম দফার ভোট শুরু হওয়ার আগেই উত্তেজনায় ফুটছে রাজ্য রাজনীতি। দুদিন আগেই নন্দীগ্রামে প্রচারে গিয়ে আহত হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি পর্যালোচনায় আজ শুক্রবার দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও অজয় নায়েক ।
জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনায় কোনও নিরাপত্তার গলদ ছিল কিনা তা খতিয়ে দেখবেন তাঁরা। কথা বলবেন স্থানীয় সঙ্গে । একই সঙ্গে প্রথম দফার নির্বাচনের আগে পুলিশ প্রশাসনের তৎপরতা নিয়েও আলোচনা করা হবে।

নন্দীগ্রামের ঘটনার প্রেক্ষিতে এই বৈঠকটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন কমিশনের আধিকারিকরা।

Previous articleচিকিৎসায় সাড়া মুখ্যমন্ত্রীর, হাসপাতাল থেকে কবে ছাড়া পাচ্ছেন তিনি?
Next articleমমতার ধাঁচে পরপর মন্দিরে পুজো, শুভেন্দুর মনোনয়ন মিছিলে থাকবেন মিঠুন-স্মৃতি