Thursday, August 28, 2025

নাগপুরের পর এবার পুণে। পুণের করোনা পরিস্থিতি নিয়ে এবার আলোচনায় বসলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার সাংসদ, বিধায়ক ও মেয়র। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে মহারাষ্ট্রের ওপর। সংক্রমণ ঠেকাতে সোমবার থেকেই নাগপুরে পুরোপুরি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এবার সেই পথেই হাঁটছে পুণেও। উল্লেখযোগ্য ভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই সেখানে কার্যকর করা হয়েছে রাত্রীকালীন কার্ফু। প্রশাসন সূত্রে খবর, এতে সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে এই শহরেও পূর্ণ লকডাউনের জারি করতে পারে উদ্ধব ঠাকরের প্রশাসন।


আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুণেতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে কার্ফু। ৩১ মার্চ পর্যন্ত এই শহরে বন্ধ থাকবে স্কুল-কলেজ। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে হোটেল ও রেস্তোরাঁ। এমনকি নিষেধাজ্ঞা জারি হয়েছে শপিং মলগুলিতেও। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেগুলিকে বন্ধ রাখা হবে। আংশিকভাবে বন্ধ থাকবে পার্কও।

উল্লেখ্য করোনার দ্বিতীয় ঢেউ আসতেই মহারাষ্ট্রের দৈনিক সংক্রমণের মাত্রা ১৪ হাজারে ছুঁয়েছে। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সংক্রমণ যাতে আরও না ছড়ায় তাই এই সিদ্ধান্ত নিয়েছে উদ্ধব প্রশাসন।

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version