Monday, August 25, 2025

তৃতীয় ও চতুর্থ দফার ভোটের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি (Bjp)। আর তাতে সাংসদদের আবার প্রার্থী করা হয়েছে। এই বিষয়টিকেই এদিন কটাক্ষ করেছেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তিনি বলেন, “বিজেপি নেতা পাচ্ছে না। তাই সাংসদদেরই আবার প্রার্থী করছে। আর বসে আছে কেউ যদি তৃণমূল ছেড়ে যায়। তাহলে তাঁকে প্রার্থী করবে”।

গেরুয়া শিবিরকে নিশানা করার পাশাপাশি একই সঙ্গে দলবদলুদেরও নিশানা করেন অভিষেক। তিনি বলেন মেদিনীপুরের দুই-একজন বিশ্বাসঘাতক, সবাই নয়।

সোমবার, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় (chandrakona) জনসভায় করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের নাম বদলের বিষয়টিকে কটাক্ষ করে অভিষেক বলেন, “স্টেডিয়ামের নাম পাল্টে দিচ্ছেন মোদি, মেদিনীপুরের নাম পাল্টে এরা করবে ‘মোদিনীপুর’।”

সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতারা পুরনো দলকে ‘প্রাইভেট লিমিটেড কোম্পানি’ বলে কটাক্ষ করেছেন। এ কথার জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, “বলছে তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি, চারজন মিলে মেদিনীপুর চালাত সেটা কি পার্টনারশিপ? মেদিনীপুর কি কোনও পরিবার চালাবে?।”

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) আহত হওয়ার ঘটনা নিয়ে অভিষেক বলেন, “বলেছিল পা ভেঙে দেব, ঘরে বসে থাকতে হবে, সিপিএম পারেনি, তোমারা কী করবে? আঘাত করে আটকানো যাবে না আমাদের”।

দাঁতনের পর চন্দ্রকোণায় সভা করেন অভিষেক। দুটি সভাতেই উপচেপড়া ভিড় চোখে পড়ে।

 

Related articles

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...

বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণে কমলেও রক্ষা নেই উত্তরের

নিম্নচাপের জের খানিকটা কম হওয়ার ইঙ্গিত রবিবার থেকেই মিলেছে। তবে এখনই বর্ষার প্রকোপ কমছে না মৌসুমী অক্ষরেখার জেরে।...

বাগমারির কাছে ভয়াবহ দুর্ঘটনা, পরপর গাড়ি-বাইকে ধাক্কা বেপোরয়া মিনিবাসের

দিনে দুপুরে খাস কলকাতার মনিকতলা ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও...
Exit mobile version