বেহালা পূর্ব বিধানসভা(Behala East constituency) কেন্দ্রের বিজেপি প্রার্থী পায়েল(bjp candidate payel) সরকার মঙ্গলবার প্রচার শুরু করলেন। এদিন সকালে টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দিরে পুজো দিলেন পায়েল। পুজো শেষ করে মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বেহালা পূর্ব কেন্দ্রে প্রার্থী হতে পেরে নিজের দলকে ধন্যবাদ জানিয়েছেন। পায়েল বললেন, মায়ের কাছে প্রার্থনা করলাম সবাই ভালো থাকুন সুখে থাকুন । পরিবারের সকলকে নিয়ে সুস্থ থাকুন। পায়েল আরো বললেন, আমার কেন্দ্রের অনেক মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, পরিচয় হয়েছে। সবাই খুব ভালো। ভালো ভালো কাজ করতে পারলে আমার ভালো লাগবে। সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে আমি প্রচার শুরু করছি।
