করোনার কারণে বাকি টি-২০ ম‍্যাচ হতে চলেছে দর্শকশূন‍্য স্টেডিয়ামে

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ইংল‍্যান্ডের ( england) বিরুদ্ধে বাকি টি-২০ (t-20)ম‍্যাচ দর্শকশূন‍্য স্টেডিয়ামে খেলতে চলেছে ভারতীয় দল( india team)। এমনটাই বিবৃতিতে জানাল গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন।

মঙ্গলবারের ম্যাচ ছাড়াও বৃহস্পতিবার ও শনিবার আরও দুটি টি২০ ম্যাচ খেলবে ভারত ও ইংল্যান্ড। সেই সমস্ত ম্যাচই হতে চলেছে দর্শকশূন্য স্টেডিয়ামে।গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ধনরাজ নাথওয়ানি বিবৃতিতে জানান, ‘‘করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বিসিসিআইয়ের সঙ্গে আমরা কথা বলি। তখনই ঠিক হয় বাকি খেলাগুলো হবে দর্শকশূন্য স্টেডিয়ামেই।”

যাঁরা টিকিট কেটে ফেলেছিলেন, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt