রাজনীতি দূরে রেখে বারুণি মেলাকে মতুয়াদের মিলনমেলা করতে চায় ঠাকুরবাড়ি   

রাজনৈতিক ভেদাভেদ সরিয়ে রেখে বারুণি মেলাকে মতুয়া (matua) সম্প্রদায়ের মিলন ভূমি করে তুলতে চায় ঠাকুরবাড়ি। তাই বাংলার ভোট আবহের মধ্যেই (West Bengal Assembly Election 2021) একসঙ্গে বারুণি মেলা করতে উদ্যোগী হয়েছেন মমতা বালা ঠাকুর (Mamata Bala Thakur) এবং শান্তনু ঠাকুর (Shantanu Thakur)।

আগামী ৯ এপ্রিল ঠাকুরবাড়ি চত্বরেই শুরু হতে চলেছে বারুণি মেলার আয়োজন। শুরু হবে পূণ্য স্নান। এ উপলক্ষ্যে সমস্ত পারবারিক ঝগড়া ভুলে, বিবাদ মনে না রেখে মেলায় মতুয়াদের মিলন চান ঠাকুরবাড়ির সবাই।

গত বছর করোনা গ্রাসে অতিমারির জেরে মেলা করা যায়নি। এ বার পারিবারিক বিবাদ ভুলে, রাজনীতির উর্ধ্বে উঠে মতুয়াদের জোট অটুট রাখা যায় কি না, সেই চেষ্টাই করছেন ঠাকুর পরিবারের সদস্যরা।

Advt

 

 

Previous articleপ্রার্থী বিতর্কের মাঝেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির স্বপন দাশগুপ্ত
Next articleশহরে একটি হোটেলে বাবা-মা-ছেলের রহস্য মৃত্যু! আত্মহত্যা নাকি অন্যকিছু?