Friday, August 22, 2025

পিছিয়ে থাকা জনজাতির প্রতি নজর দিয়ে ২১ মার্চ বাংলার ভোটের ইস্তেহার প্রকাশ বিজেপির

Date:

Share post:

তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নন্দীগ্রামে (Nandigram) জখম হওয়ায় দলীয় নির্বাচনী ইস্তেহার (Election Manifesto) প্রকাশে বেশ কিছুদিন বিলম্ব হলেও, অবশেষে আজ, কালীঘাটের দফতর থেকে অনুঠানিকভাবে তা প্রকাশ করে দিলেন। যেখানে একের পর এক চমক রয়েছে। এবার বাংলার ভোটের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে বিজেপি (BJP)। আগামী ২১ মার্চ গেরুয়া শিবিরের ইস্তেহার প্রকাশ হবে বলে জানা গিয়েছে।

বিজেপি সূত্রে খবর, নির্বাচনী ইস্তেহারে মূলত রাজ্যের পিছিয়ে পড়া জনজাতিদের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি থাকছে। রাজ্যের অনগ্রসর সম্প্রদায়ের (OBC) জন্য বেশকিছু চমক থাকছে। পাশাপাশি, মৎস্যজীবী, কৃষক, তপসিলি জাতি (SC), উপজাতিদের (ST) জন্যও বিশেষ ঘোষণা থাকছে বিজেপির ইস্তেহারে। জানা গিয়েছে, রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি দিতে চলেছে বিজেপি।

প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পে কৃষকদের বকেয়া ১৮ হাজার টাকা প্রদান-সহ ৮ লক্ষ মৎস্যজীবীকে বছরে ৬ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি থাকছে। স্বাস্থ্যের জন্যরাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু, সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন, ওবিসি হিন্দুদের জন্য জন্য সংরক্ষণ এবং তফসিলি উপজাতিদের জন্য মণ্ডল কমিশনের সুপারিশ কার্যকর করা হবে বলে ইস্তেহারে উল্লেখ করতে পারে বিজেপি।

একইসঙ্গে রাজ্যের আদিবাসী অধ্যুষিত জেলাগুলির প্রতিটি ব্লকে স্কুল তৈরি, ঝাড়গ্রামে রঘুনাথ মুর্মু বিশ্ববিদ্যালয়-সহ আদিবাসীদের উন্নয়ন কর্মসূচির উল্লেখ থাকছে বিজেপির ইস্তেহারে। রাজবংশী ও মতুয়া সম্প্রদায়ের মানুষদের জন্য ঢালাও প্রতিশ্রুতি দিতে চলেছে বিজেপি।

আরও পড়ুন- বছরে ৫ লক্ষ কর্মসংস্থান, ন্যূনতম আয়ের নিশ্চয়তা, ইস্তেহারে ‘দিদির ১০ অঙ্গীকার’

আধা সামরিক বাহিনীতে ”নারায়ণী সেনা” নামে আলাদা ব্যাটেলিয়ন তৈরির কথাও উল্লেখ থাকবে বলে জানা গিয়েছে। রাজ্যে বিজেপি সরকার গঠন করলে জাতীয় শিক্ষানীতি কার্যকর করা হবে। কলকাতায় বস্তিবাসীদের জন্য তৈরি হবে পাকাবাড়ি। সব মিলিয়ে শাসক তৃণমূলের মতোই নির্বাচনী ইস্তেহারে চমক দিয়ে তৈরি গেরুয়া শিবির।

Advt

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...