সচিনের শততম শতরান স্মরণীয় করে রাখলেন পাঠান ভাইয়েরা

সচিন তেন্ডুলকরের ( sachin tendulkar)শততম শতরানের মুহূর্ত স্মরণীয় করে রাখলেন ইউসুফ পাঠান(yusuf pathan) এবং ইরফান পাঠানরা(irfan pathan)। মঙ্গলবারই সচিন তেন্ডুলকরের শততম শতরানের ছিল ৯ বছর। সেই দিনটিই স্মরণীয় করে রাখতে কেক কেটে সচিনের এই কীর্তি উদযাপন করলেন পাঠান ভাইয়েরা।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে ব্যস্ত সচিন। সেখানেই কেকে সেলিব্রেশন করা হয়। ২০১২ সালের ১৬ মার্চ বিশ্বের প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ফরম্যাটে শততম শতরান করেন সচিন। এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এই রেকর্ড গড়েন তিনি। মঙ্গলবার ইরফান একটি ছবি পোস্ট করেছেন টুইটারে, যেখানে দেখা যাচ্ছে সচিনকে কেক মাখিয়ে দিচ্ছেন তাঁরা। সঙ্গে ইরফান লিখেছেন, “যেদিন সচিন পাজি শততম শতরান করেছিল, সেদিন আমি সব থেকে সেরা আসনে বসেছিলাম।”

আরও পড়ুন:চ‍্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

Advt

Previous articleইস্তফা দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পিকে সিনহা, কারণ ঘিরে উঠছে প্রশ্ন
Next articleবিজেপিতে টিকিট না পেয়ে ঘরে ফিরতে মরিয়া শ্যামাপ্রসাদ, পাত্তা দিচ্ছে না তৃণমূল