গণিতের সংখ্যার সহজ পথ বাতলে নোবেলজয়ী লোভাজ এবং উইগডারসন

বিশাল সংখ্যার সহজে বিভাজনের পথ দেখিয়েছিলেন তাঁরা। অঙ্কের ‘নোবেল’ এবার লোভাজ, উইগডারসনের।
তাঁরাই গণিতজ্ঞে এবারের নোবেল-জয়ী।
কী বিশ্বাস হচ্ছে না? কিন্তু এটাই বাস্তব।
যারা গণিত নিয়ে বুঁদ হয়ে থাকেন তাদের মুশকিল আসান করেছেন এই দুই কৃতী । একেবারেই অকল্পনীয় এমন একটি বিশাল সংখ্যাকে কী ভাবে খুব সহজে ধরাছোঁয়ার মধ্যে থাকা সময়ে কোনও কম্পিউটার বিভাজন করতে পারে, তারই পথ দেখিয়েকেন তারা। যার নিট ফল, এ বছর ‘গণিতের নোবেল’ অ্যাবেল পুরস্কার পেলেন দু’জন। এক জন হাঙ্গেরির গণিতজ্ঞ লাজলো লোভাজ। অন্য জন ইজরায়েলের কম্পিউটার বিজ্ঞানী অভি উইগডারসন।
নরওয়ের ‘অ্যাকাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটার্স’ বুধবার পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে।
খুব ‘নিয়মতান্ত্রিক’ তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের হাতে লোভাজ ও উইগডারসন হাত মিলিয়ে দিতে পেরেছেন কাঠামোয় কিছুটা অগোছালো ডিসক্রিট ম্যাথমেটিক্সের। যার ফলে, বিশাল সংখ্যাকে ধরা-ছোঁয়ার সময়ের মধ্যে তুলনায় অনেক সহজে ধাপে ধাপে ছোট সংখ্যায় ভেঙে ১৪০০ কোটি বছর বয়সি ব্রহ্মাণ্ডের অনেক সমস্যারই সমাধানের পথ খুঁজে পাওয়াটা এখন গণিতজ্ঞদের হাতের মুঠোয়।

Previous articleথাকছে সোফা, ফ্রিজ, এলইডি স্ক্রীন, ভোট প্রচারে বিলাসবহুল গাড়ি পেলেন দিলীপ
Next articleবিজেপি ভণ্ডামি আর দুর্নীতির দোকানদার, জঙ্গলমহলে কটাক্ষ মমতার