একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও জাতপাতের ভয়াবহতা যে কী ভয়াবহভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে মাঝেমধ্যেই তার প্রমাণ উঠে আসে সংবাদমাধ্যমে। সম্প্রতি আবারও তেমনই এক নৃশংস ঘটনা ঘটলো দেশে। রাজস্থানে(Rajasthan) এক যুবতীকে নৃশংসভাবে খুন(Murder) করল তার বাবা। মেয়েটির ‘অপরাধ’, সে একটি দলিত যুবককে(dalit youth) বিয়ে করতে চেয়েছিল। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, সম্প্রতি এই যুগলকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট(High Court)। আদালতের পুলিশি নিরাপত্তা সত্ত্বেও কিভাবে মেয়েটির খুন হয়ে গেল তা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন:বিজেপি তালিকায় আরও এক সাংসদ, প্রার্থী হতে চলেছেন শান্তনু ঠাকুরও
জানা গিয়েছে রাজস্থানের দৌসা জেলায় ১৮ বছর বয়সী এক যুবতী বিয়ে করতে চেয়েছিল দলিত সম্প্রদায়ের এক যুবককে। তবে পরিবারের নিয়মের বাইরে বেরিয়ে এই বিয়েতে রাজি ছিল না মেয়েটির বাবা। জোর করে অন্যত্র মেয়েটির বিয়েও দিয়ে দেওয়া হয়। তবে শশুর বাড়ি থেকে পালিয়ে মেয়েটি তার প্রেমিকের কাছে চলে যায়। এরপর আদালতের দ্বারস্থ হয়ে নিরাপত্তা চায় এই যুগল। আদালত পুলিশকে নির্দেশ দেয় ওই যুগলকে নিরাপত্তা দেওয়ার জন্য। এরপর ওই যুগল দৌসায় নিজের এলাকায় পৌঁছয়। কয়েকদিন ঠিকঠাক চললেও হঠাৎ নিখোঁজ হয়ে যায় যুবতী। বৃহস্পতিবার ওই যুবতীর বাবা থানায় এসে স্বীকারোক্তি দেয় যে সে তার মেয়েকে হত্যা করেছে। ইতিমধ্যেই মেয়েটির বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশি নিরাপত্তা থাকা সত্বেও কীভাবে মেয়েটিকে অপহরণ এবং খুন করা হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা নিযেও।
