Thursday, August 28, 2025

ভোটবঙ্গে তৃণমূলে যোগ টলিউডের সেলিব্রিটি দম্পতি নীল-তৃণার

Date:

Share post:

ফের ভোটের মুখে তৃণমূলে (TMC) যোগ দিলেন দুই জনপ্রিয় টলি তারকা। বলা, টলিউডের (Tollywood) সাম্প্রতিক সময়ের সেরা সেলিব্রিটি দম্পতি নীল ভট্টাচার্য (Nil Bhattacharya)ও তৃণা সাহা (Trina Saha) আজ, শনিবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) উপস্থিতিতে এদিন দলের পতাকা হাতে তুলে নেন নীল–তৃণা। তাঁদের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন এবং স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়। তারকা দম্পতি নীল–তৃণার পাশাপাশি এদিন টলিউডের প্রযোজক অঙ্কিত দাসও যোগ দেন তৃণমূলে।

এই মুহূর্তে টলিউড কার্যত আড়াআড়ি বিভাজন। একদল তারকা শাসক তৃণমূলের ছত্রছায়ায়, তো অন্য একদল গেরুয়া শিবিরে। একুশের হাইভোল্টেজ নির্বাচনে যুযুধান দুই পক্ষ অনেক আসনে সেলিব্রিটিদের প্রার্থী করেছেন। তৃণমূলে যোগদান প্রসঙ্গে নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা বলেন, “দিদিকে ছোট থেকে দেখে বড় হয়েছি। তাঁর লড়াই সামনে থেকে দেখেছি। মানুষের জন্য কাজ করার মানসিকতা দেখেছি। দিদির কাজ দেখে সবসময় অনুপ্রাণিত হয়েছি। অভিনয়ের কেরিয়ারেও দিদি সবসময় পাশে থেকে উৎসাহ জুগিয়েছেন। তৃণমূলে যোগ দিয়ে আরও বেশি করে মানুষের কাজ করে যেতে চাই। বাংলার উন্নয়নে দিদি যেভাবে কাজ করে চলেছেন সেই কাজে দিদির পাশে থাকতে চাই।টলিউডের শিল্পীদের জন্যও অনেক কাজ করেছেন দিদি। তাই আমাদের মনে হয় সবারই দিদির পাশে থাকা দরকার।”

 

সব আসনে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেছে। হঠাৎ এখন কেন রাজনীতিতে যোগদান? এ প্রসঙ্গে তৃণা বলেন, “এই প্রথম নয়। আগেও তৃণমূলের প্রচারে আমরা ছিলাম। আর রাজনীতিতে আসা মানেই ভোটে দাঁড়ানো নয়। মানুষের জন্য কাজ করাটাই আসল।”

Advt

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...