Sunday, November 16, 2025

নন্দীগ্রামের বামপ্রার্থী মীনাক্ষীর সমর্থনে কী লিখলেন তরুণ মজুমদার?

Date:

বাম প্রার্থীকে জেতাতে খোলা চিঠি। রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামের (nandigram) সিপিএম (CPM) প্রার্থী মীনাক্ষী মজুমদারের সমর্থনে আবেদন বর্ষীয়ান বামপন্থী চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের। দুই হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ে নামা তরুণ বাম প্রার্থীর সমর্থনে কী লিখলেন তরুণ মজুমদার?

নিজের বক্তব্য জানিয়ে খ্যাতনামা পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar) লেখেন, ”বিশেষ কারণে আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের নাম খবরের শিরোনামে উঠে এসেছে। প্রার্থীদের মধ্যে একজনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অপরজন শুভেন্দু অধিকারী। এই সেদিন পর্যন্ত আজ ওঁরা এক পার্টিতেই ছিলেন। আজ কী কারণে জানি না এঁরা পরস্পরের প্রতি রণহুংকার ছাড়ছেন। মিডিয়া ব্যস্ত এঁদের মচকানো পা আর ভাঙা গলার কসরৎ নিয়ে। এঁদের পাশাপাশি আরও একটি অল্পবয়সী মেয়ে আছে। যে হাতে লাল পতাকা নিয়ে গ্রামে গ্রামে ঘুরছে আর মানুষকে বোঝাচ্ছে যে, এই নিদারুণ সংকটে আমরা যদি ঠিক পথ না বেছে নিই, যদি হাতে হাত ধরে চলতে না পারি, তাহলে সামনে ঘোর বিপদ। মেয়েটির নাম মীনাক্ষী মুখার্জি। গর্ব করার মত মেয়ে। আপনারাই পারেন ওকে জিতিয়ে আনতে।”

আরও পড়ুন:অপছন্দের প্রার্থী, বিজেপি ছাড়লেন নদিয়ার ১৭ জন কর্মী

তৃণমূল-বিজেপি বিভাজনে দীর্ণ টলিপাড়ায় সম্প্রতি তৈরি হওয়া বামপন্থী চিন্তাধারায় বিশ্বাসী শিল্পীদের ‘বিকল্প আছে’ মঞ্চের অন্যতম মুখ তরুণ মজুমদার। যাদবপুরে ‘বিকল্প আছে’ মঞ্চের একটি অনুষ্ঠানে গিয়ে তরুণ মজুমদার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘ভয়ংকর’ বলে উল্লেখ করেন। প্রত্যাশিতভাবেই এবার নজরকাড়া নন্দীগ্রাম কেন্দ্রে বাম প্রার্থীর সমর্থনে কলম ধরলেন বর্ষীয়ান বামপন্থী পরিচালক।

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version