Monday, November 3, 2025

জোটে জট চলছেই, এবার পাঁচলায় ISF প্রার্থীকে সমর্থন করতে অস্বীকার ফরওয়ার্ড ব্লকের

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election) তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াই করতে সংযুক্ত মোর্চা নামক মহাজোটের ডাক দিয়ে বিকল্প ফ্রন্ট তৈরি করেছে বাম (leftfront)-কংগ্রেস (Congress)। অনেক দর কষাকষির পর সেই জোটের অন্যতম শরিক হয়েছে আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF). কিন্তু ফুরফুরা শরিফের পীরজাদার দলকে নিয়ে শুরু থেকেই অস্বস্তিতে বাম-কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

এবার গোদের উপর বিষ ফোঁড়ার মতো জটে নয়া জট। হাওড়ার পাঁচলায় আসনে সংযুক্ত মোর্চার হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে ISF এবং সেটা মানতে নারাজ বামফ্রন্টের দীর্ঘদিনের শরিক ফরওয়ার্ড ব্লক (FB)।

আরও পড়ুন-“বহিরাগত প্রার্থী মানবো না”, বৈশালীকে নিয়ে বালি বিজেপিতে বিদ্রোহের আগুন

পাঁচলা (Panchla) ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি। শুরু থেকেই এই আসনটি ISF-কে ছাড়তে চাননি এখানকার ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। দলের রাজ্য নেতৃত্বকে তাঁরা এ নিয়ে চিঠি দিয়েছিলেন। ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত মোর্চার ডাকা ব্রিগেড সমাবেশও বয়কট করেছিলেন। কিন্তু তাঁদের আপত্তি মানেননি মোর্চা নেতৃত্ব। পাঁচলায় তৃণমূল-ত্যাগী মহম্মদ জলিলকে ISF প্রার্থী হিসাবে ঘোষণা করে দেওয়ার পরেই এখানকার ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের সব আশা শেষ হয়ে যায়।

সিপিএমের হাওড়া জেলা সম্পাদক বিপ্লব মজুমদার বলেন, ‘‘ফরওয়ার্ড ব্লক পাঁচলা আসনটি রাখতেই চেয়েছিল। তবে বৃহত্তর রাজনীতির স্বার্থে বামফ্রন্টের রাজ্য নেতৃত্ব যে ভাবে যেখানে আসন বরাদ্দ করেছেন, মতবিরোধ ভুলে সেই সব আসনে জোরদার লড়াইয়ে সকলের ঝাঁপিয়ে পড়া দরকার।’’

ফরওয়ার্ড ব্লকের লোকাল কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের অনেক নেতাই। তবে এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ফরওয়ার্ড ব্লকের লোকাল কমিটির সম্পাদক ফরিদ মোল্লা। তবে, ISF প্রার্থী মহম্মদ জলিলের দাবি, ‘‘ফরওয়ার্ড ব্লকের একটা অংশ আমাদের সঙ্গেই আছেন। সবাই যাতে মিলেমিশে আমাদের সঙ্গে কাজ করেন সে জন্য নেতাদের সঙ্গে কথা বলব। মনে হয় শেষ পর্যন্ত সবাই লড়াইয়ের ময়দানে নামবেন।’’

Advt

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...