অল ইংল‍্যান্ড ওপেন থেকে বিদায় সিন্ধুর

অল ইংল‍্যান্ড ওপেন ( All england open)থেকে বিদায় পিভি সিন্ধুর( PV Sindhur)। সেমিফাইনালে তিনি হারলেন থাইল্যান্ডের পর্নপাই চচুওয়াংয়ের কাছে। ম‍্যাচের ফলাফল ২১-১৭, ২১-৯। সিন্ধু ছিটকে যেতেই প্রতিযোগিতা থেকে ভারতের বিদায়ও ঘটে গেল।

কোয়ার্টার ফাইনালে জাপানের ইয়ামাগুচিকে হারানোর পর সিন্ধুকে নিয়ে আশা দেখেছিল ভারতবাসী। কিন্তু সেমিফাইনালে দাড়াতেই পারলেন না ভারতীয় এই শাটলার। প্রথম সেটে কিছুটা লড়াই করলেও দ্বিতীয় সেটে সিন্ধুকে প্রায় দাঁড়াতেই দিলেন না চচুওয়াং।

আরও পড়ুন:এখনই করোনার টিকা দেওয়া হচ্ছে না বিরাট কোহলি, রোহিত শর্মাদের, জানাল বিসিসিআই

Advt