বিজেপির ইস্তেহার প্রকাশ নিয়ে তিনি বলেন, “বাংলার নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ হচ্ছে, অথচ সেটা প্রকাশ করছেন একজন গুজরাটি ও একজন মধ্যপ্রদেশের ভদ্রলোক”। বিজেপির সঙ্গে বাংলার সংযোগ নেই এই অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। ইস্তেহার প্রকাশ নিয়েই সেই একই অভিযোগ তুলে ধরলেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর ইস্তেহারে মহিলাদের ক্ষমতায়নের পক্ষে প্রতিশ্রুতি দিয়েছেন। অথচ বিজেপির ইস্তেহার ভাঁওতায় ভরা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সোনার বাংলার প্রতিশ্রুতি নিয়েও ফের কটাক্ষ করেন যুব তৃণমূলের সভাপতি।