আগামী ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল ২০২১ পর্যন্ত টানা ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ২৭ মার্চ মাসের চতুর্থ শনিবার, তাই এই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ।রবিবার হওয়ায় ২৮ মার্চ ব্যাঙ্ক বন্ধ ৷ ২৯ মার্চ হোলির জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ৩০ মার্চ পাটনা বাদ দিয়ে অন্যত্র খোলা থাকবে ব্যাঙ্ক ৷
৩১ মার্চ ২০২১, অর্থবর্ষের শেষদিন হওয়ায় এবং ১ এপ্রিল অ্যাকাউন্ট ক্লোজিং-এর দিন হওয়ায় ব্যাঙ্কে কোনও লেনদেন হবে না।২ এপ্রিল গুডফ্রাইডের ছুটি । যদিও ৩ এপ্রিল খোলা থাকবে ব্যাঙ্ক । ৪ এপ্রিল রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।টানা এতদিন ব্যাঙ্ক বন্ধ থাকাতে সমস্যায় পড়তে পারেন সাধারণ গ্রাহকেরা।
