তমলুকের রোড শো-এ জনস্রোত, বাংলা নিজের মেয়েকে চায়: আওয়াজ তুললেন অভিষেক

যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee) রোড শো করছেন সেখানেই জনজোয়ার। সোমবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করার পরে তমলুকে রোড শো করেন তৃণমূল (Tmc) সাংসদ। তমলুকের রাজবাড়ি থেকে হসপিটাল মোড় পর্যন্ত রাস্তায় শুধু নজরে আসে মানুষের মাথা। স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীদের পাশাপাশি রোড শো-এ যোগ দেন স্থানীয় বাসিন্দারা শেষে হসপিটাল মোড়ে প্রচার থেকেই ভাষণ দেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, দোসরা মে বহিরাগতদের বিদায় দেবে বাংলার মানুষ। কারণ, “বাংলা নিজের মেয়েকে চায়”।

রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলার সব মানুষের জন্য স্বাস্থ্যসাথী (Health Card) কার্ড করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা সবাই পায় না। জনসভার পর রোড শো থেকেও বিজেপির ইস্তেহার ‘ভাঁওতাবাজি’ বলে অভিযোগ করেন অভিষেক। তিনি প্রশ্ন তোলেন, কেন এতদিন কেন্দ্রে ক্ষমতায় থেকেও কোনও প্রতিশ্রুতি পালন করেনি বিজেপি (Bjp)? বিজেপির ইস্তেহার (Manifesto) ‘জুমলা’ বলে অভিযোগ করেন অভিষেক।

Advt

Previous articleভোটের ৭২ ঘণ্টা আগে নিষিদ্ধ হল বাইক মিছিল, নির্দেশ কমিশনের
Next articleপত্রবোমার পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুম্বইয়ের প্রাক্তন সিপি পরমবীর