নন্দীগ্রামে প্রচারে ধর্মীয় বিভাজনের তাস খেলার চেষ্টা শুভেন্দুর

ভোটযুদ্ধে নন্দীগ্রামে সোমবার সকাল থেকে একাধিক সভা করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভেকুটিয়া বাজারের সভায় বিজেপি প্রার্থী বলেন, তৃণমূল এখন আমিরুল, সুফিয়ান, শামাদদের হাতে। এরা পাকিস্তান জিতলে আনন্দে আতসবাজি ফাটায়। আসলে ভোট যুদ্ধের ময়দানে এদিন ধর্মীয় বিভাজনের তাস খেলার চেষ্টা করেন শুভেন্দু । এর আগে নন্দীগ্রামে প্রচারে তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেছিলেন বিজেপি বিভাজনের রাজনীতি করছে। এদিন শুভেন্দুর বক্তব্য সেই অভিযোগই সিলমোহর দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।
এদিন উপস্থিত জনতাকে এক হওয়ার আহ্বান জানান শুভেন্দু। এরই পাশাপাশি এদিন গতকাল প্রকাশিত বিজেপির ইস্তেহারের প্রসঙ্গ টেনে এনে একের পর এক বিষয় তিনি তুলে ধরেন তিনি। বলেন, বিজেপি সরকার এলে শিল্প হবে। যদিও দলীয় ইস্তেহারে শিল্পায়নের নামগন্ধ নেই। তিনি বলেন, দুর্গাপুজো হবে, সরস্বতী পুজো হবে। কিন্তু কাউকে মার খেতে হবে না। এমনকি দূর্গাপুজোর বিসর্জন হবে বলে তিনি জানান। এদিন সে কথাও উল্লেখ করেন শুভেন্দু তিনি এদিন দাবি করেন  যে বিজেপি ভাগাভাগি রাজনীতি করে না তৃণমূলের একাংশের নাম উল্লেখ করে তিনি বোঝানোর চেষ্টা করেন আসলে এরাই তৃণমূল । এদিনও বক্তব্য রাখতে গিয়ে ব্যক্তি সমালোচনার মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেন যে কেন এরাজ্যে বিজেপি সরকার দরকার ।

Previous articleসিপিএম কর্মী তিন ভাইকে খুনের ঘটনায় জামিন পেলেন মুকুল
Next articleভোটের ৭২ ঘণ্টা আগে নিষিদ্ধ হল বাইক মিছিল, নির্দেশ কমিশনের