সিপিএম কর্মী তিন ভাইকে খুনের ঘটনায় জামিন পেলেন মুকুল

আপাতত স্বস্তিতে বিজেপির কৃষ্ণনগর উত্তরের বিজেপি (Bjp candidate of krishnanagar north ) প্রার্থী মুকুল রায়(Mukul Roy)।  লাভপুরের সিপিএম সমর্থক তিন ভাইকে খুনের ঘটনায় বোলপুর নিম্ন আদালত থেকে জামিন (Bail) পেলেন এই বিজেপি নেতা। সোমবার ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ড জমা  দিয়ে জামিন নেন বিজেপি নেতা মুকুল রায়।  জানা গিয়েছে, মুকুল রায়ের নামে ভারতীয় দণ্ডবিধির  ৩০২ ধারায় খুনের অভিযোগ ও প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে ৩২৩, ৩৬০, ১৪৭, ১৪৪ অস্ত্র আইনেও মামলা রয়েছে। ২০১৮ সালে মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কয়েক পরে লাভপুর থানা থেকে এই মামলা দায়ের করা হয়। বোলপুর আদালতে মুকুলের আইনজীবী দিলীপ ঘোষ জানান, রাজ্যের উচ্চ আদালত ইতিমধ্যেই জামিন মঞ্জুর করেছে মকুল রায়ের। যেহেতু বীরভূম জেলার লাভপুর থানা থেকে এই মামলা করা হয়েছিল, তাই আদালত এবং সংবিধানকে সম্মান জানিয়ে সোমবার বোলপুর আদলতের বিচারক অয়ণ কুমার বন্দ্যোপাধ্যায়ের কাছে ৫০ হাজার টাকা বন্ড দিয়েছেন মুকুল।

ঘটনাটি ঘটেছিল ২০১০ সালে। লাভপুরের বালিঘাট দখল নিয়ে সংঘর্ষের জেরে তিন সিপিএম সমর্থক খুন হন । তিনজনেই সম্পর্কে ভাই। বর্তমান বিজেপি নেতা তথা একদা তৃণমূলের বিধায়ক মণিরুল ইসলাম ও তাঁর ভাই আনিরুলের বিরুদ্ধেও মামলা হয়। গ্রেফতারও হয়েছিলেন তাঁরা। পরে  সবাই ছাড়া পেয়ে গেলে মৃতের পরিবার আদালতের দ্বারস্থ হয়। ২০১৯ সালে কলকাতা হাইকোর্ট পুলিশ সুপারের তত্ত্বাবধানে এই মামলার তদন্তের নির্দেশ দেন। পরবর্তী চার্জশিট পেশ হলে দেখা যায়, সেখানে মুকুল রায়ের নামও রয়েছে। সেই মামলাতেই এ দিন জামিন পেলেন মুকুল।

Advt

Previous articleবিজেপির নির্বাচনী ইস্তেহার “ভাঁওতা’: তীব্র কটাক্ষ মমতার
Next articleনন্দীগ্রামে প্রচারে ধর্মীয় বিভাজনের তাস খেলার চেষ্টা শুভেন্দুর