প্রচার কৌশলে বিজেপি সহ প্রতিপক্ষদের টেক্কা দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ সোমবারই প্রকাশ্যে এসেছিল তৃণমূলের নতুন অ্যানিমেশন ভিডিও সিরিজ ‘ফাইটার দিদি’-র প্রথম পর্ব৷ তার চব্বিশ ঘণ্টার মধ্যেই ফের চমক দিল শাসক দল৷ এবার বহুল জনপ্রিয় ভিডিও গেম সুপার মারিও-র আদলে তৈরি হল নতুন ভিডিও৷
সুপার মারিয়োর ধাঁচে তৈরি এই গ্রাফিক্সে মারিয়োর জায়গায় রয়েছেন নেত্রী ৷ একাই লড়ে চলেছেন মোদি-শাহদের সঙ্গে ৷
অতীতে বহুল জনপ্রিয় এই গেমের মূল বৈশিষ্ট্যই ছিল শত্রুপক্ষের বিভিন্ন ফাঁদ পেরিয়ে খেলার একের পর এক লেভেল শেষ করা৷ তৃণমূলের এই নতুন ভিডিও ওই গেমের অনুকরণেই তৈরি করা হয়েছে৷
