এপ্রিল মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

এপ্রিল মাসে মোট ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে(Bank Holidays)।  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) বার্ষিক ক্যালেন্ডার থেকে জানা গিয়েছে চলতি বছরের এপ্রিল মাসে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।  এই ১৪ দিনের মধ্যে ৮ দিন নানা উৎসব এবং ব্যাঙ্ক ক্লোজিং ডে’র (১ এপ্রিল) কারণে বন্ধ থাকবে। বাকি ৬ দিন  বন্ধ থাকবে  শনিবার ও রবিবারের কারণে। তবে উৎসবের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা দিনে ছুটি থাকতে পারে। , ২৭ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে মাত্র ২ দিন খোলা থাকবে ব্যাঙ্কগুলি।

এপ্রিলে ছুটির তালিকা অনুসারে ১ তারিখ বার্ষিক ব্যাঙ্ক ক্লোজিংয়ের (Closing of yearly accounts) জন্য ছুটি। ২ তারিখ গুড ফ্রাইডে (Good Friday), ৪ তারিখ রবিবার। ৫ তারিখ বাবু জগজীবন রামের জন্মদিনের কারণে হায়দরাবাদে এপ্রিলে ছুটির তালিকা অনুসারে ১ তারিখ বার্ষিক ব্যাঙ্ক ক্লোজিংয়ের (Closing of yearly accounts) জন্য ছুটি। ২ তারিখ গুড ফ্রাইডে (Good Friday), ৪ তারিখ রবিবার। ৫ তারিখ বাবু জগজীবন রামের জন্মদিনের কারণে হায়দরাবাদজুড়ে এপ্রিলে ছুটির তালিকা অনুসারে ১ তারিখ বার্ষিক ব্যাঙ্ক ক্লোজিংয়ের (Closing of yearly accounts) জন্য ছুটি। ২ তারিখ গুড ফ্রাইডে (Good Friday), ৪ তারিখ রবিবার। ৫ তারিখ বাবু জগজীবন রামের জন্মদিনের কারণে হায়দরাবাদ জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এখানে তার প্রভাব পড়বে না। ১০ তারিখ মাসের দ্বিতীয় শনিবার, ১১ তারিখ রবিবার। ১৪ এপ্রিল বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন এবং কিছু রাজ্যে নববর্ষের উৎসবের কারণে ছুটি। পশ্চিমবঙ্গেও ১৪ এবং পরের দিন বাংলা নববর্ষের (Bengali New Year) কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৬ এপ্রিল বোহাগ বিহুর কারণে অসম-জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৮ এপ্রিল রবিবার। ২১ এপ্রিল শ্রী রামনবমীর (Ram Nabami) কারণে কিছু রাজ্যে ছুটি থাকলেও পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক খোলা থাকবে। ২৪ এবং ২৫ এপ্রিল শনি ও রবিবার হওয়ায় দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Advt

Previous articleবিজেপি নেতার রহস্যমৃত্যুর কারন জানতে দিনহাটায় যাচ্ছেন বিবেক দুবে
Next articleএখনই লকডাউন নয়, মানুষকে সচেতন হওয়ার পরামর্শ রাজ্যের