বাড়ছে করোনা সংক্রমণ, সব কোভিড হাসপাতালকে তৈরি হওয়ার নির্দেশ রাজ্যের

ফাইল ছবি

দেশে লাফিয়ে বাড়ছে করোনা। ব্যতিক্রম নয় রাজ্যও। বেশ কয়েক সপ্তাহ ধরে রাজ্যে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। এর মধ্যে চিন্তা বাড়াচ্ছে সাধারণ মানুষের অসাবধানতা এবং ভোট। আশঙ্কা, আগামী দিনে আক্রান্তের সংখ্যা আরও বেড়ে জরুরি পরিস্থিতি তৈরি হতে পারে। তার মোকাবিলায় কোভিড হাসপাতালগুলিকে এখন থেকেই তৈরি থাকার নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দফতর।

সোমবার রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব সৌমিত্র মোহন নতুন করে নির্দেশিকা জারি করেছেন। তা রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের সুপার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের পাঠানো হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে,

  • করোনা মোকাবিলা ও চিকিৎসার জন্য সমস্ত জরুরি যন্ত্রপাতি, মেডিক্যাল গ্যাস পাইপলাইন সিস্টেমের  অবস্থা ঠিকঠাক রয়েছে কিনা দেখতে হবে। না ঠিক থাকলে দ্রুত মেরামত করতে বলা হয়েছে।
  • পিপিই, মাস্ক, গ্লাভস পর্যাপ্ত মজুত রাখতে হবে।
  • করোনা হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার আছে কিনা, খতিয়ে দেখতে হবে।
  • সর্ব ক্ষেত্রে পর্যাপ্ত সংখ্যক কর্মী আছে কি না, সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে।
  • রোগীদের ডায়েট, হাসপাতালের বর্জ্য নিষ্কাষণ ব্যবস্থা, সাফাইয়ের কাজ সহ জরুরি ব্যবস্থার তদারকি করতে হবে।

রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা যে বাড়ছে, স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট। গত ১ মার্চ যেখানে দৈনিক আক্রান্ত ১০০-র ঘরে ছিল, সেটাই শেষ কয়েক দিনে বেড়ে প্রায় ৪০০-র-ঘরে পৌঁছেছে। সোমবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৬৮ জন।

আরও পড়ুন- আবার লকডাউন হলে মুখ থুবড়ে পড়বে অর্থনীতি, আশঙ্কা রিজার্ভ ব্যাঙ্কের

Advt

 

Previous articleআবার লকডাউন হলে মুখ থুবড়ে পড়বে অর্থনীতি, আশঙ্কা রিজার্ভ ব্যাঙ্কের
Next articleব্রেকফাস্ট স্পোর্টস