আজ রাজ্যে ৪ জনসভা অমিত শাহর

আর কয়েক ঘণ্টা। তারপরই বাংলায় প্রথম দফার ভোট। শনিবার মোট ৩০ টি আসনে ভোট হবে। তার আগে ভোটের প্রচারের কারণে সব রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা ‘নিঃশ্বাস’ ফেলার সময়টুকু পাচ্ছেন না। তারপর পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোটের প্রচারের জন্য রাজ্যে আসছেন অন্য রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী। আজ ফের প্রচারে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৩ মার্চ বাংলায় ভোট প্রচারে এসে আক্রমণ শানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ শাহ মোট চারটি জনসভা করবেন বাংলায়।

আরও পড়ুন : রাজ্য সরকার বিরোধী বিজেপির শ্রাবন্তীর পোস্টে মিমি-নুসরত-কৌশানীর লাইক!

বঙ্গ বিজেপি সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথম সভাটি করবেন পুরুলিয়ার বাগমুন্ডিতে। পরের তিনটি সভা করবেন ঝারগ্রামের সাঁকরাইল, শান্তিপুর-মেচেদা-তমলুক, এবং বিষ্ণুপুরে। জনসভা গুলি শেষ করে সন্ধেবেলা বিষ্ণুপুরের একটি হোটেলে বিজেপি নেতা- সদস্যদের সঙ্গে শাহ সাংগঠনিক সভা করবেন বলে সূত্রের খবর।

Advt

Previous articleবাঁকুড়া-পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম, ৩ জেলায় আজ ৪ রোড শো মিঠুনের
Next articleগড়বেতায় শতাব্দীর রোড শো জমজমাট