Thursday, January 22, 2026

ডায়মন্ড হারবারে রোড শো-এ জনজোয়ার, নাম না করে দীপককে ‘বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

ডায়মন্ডহারবার তাঁর নিজের জায়গা। ভোট প্রচারে বৃহস্পতিবার সেখানেই রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কামারপোল পালের মোড় থেকে সরিষা ২৪৬ মোড় পর্যন্ত রোড শো-এ জনজোয়ার। যেদিকে চোখ যায় সেদিকে শুধু কালোমাথা। ব়্যালির শুরু বা শেষ একবারে দেখা যাচ্ছিল না। তিনি যখন মাঝ রাস্তায় তখনও শুরুর জায়গায় প্রচুর লোক দাঁড়িয়ে। সারা রাস্তা জুড়ে তৃণমূলের (Tmc) নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি হাজির ছিলেন স্থানীয় বাসিন্দারাও। বর্ণাঢ্য রোড শো-র শেষে বক্তব্য রাখেন অভিষেক।

নাম না করে এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতাদের ‘বিশ্বাসঘাতক’ বলে আক্রমণ করেন অভিষেক। ডায়মন্ড হারবারে বিজেপির টিকিট পান তৃণমূল ছেড়ে যাওয়া দীপক হালদার। প্রার্থীকে মেনে নিতে পারেননি দলের কর্মীদের একাংশ। করোনাকালে এই অঞ্চলে কমিউনিটি কিচেন চালু করেছিলেন ডায়মন্ড হারবারের (Dimond Harbour) সংসদ। সেই কথা উল্লেখ করে অভিষেক বলেন, তৃণমূল থেকে সম্মান পাচ্ছিলেন না বলে নাকি বিশ্বাসঘাতকরা দল ছেড়েছেন। গতবছর করোনার সময় বিধায়কের টিকি পাওয়া যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁরাই কমিউনিটি কিচেন করে বাড়িতে বাড়িতে লাগাতার 15 দিন খাবার পৌঁছে দেন। ডায়মন্ড হারবারের মানুষ বিশ্বাসঘাতকদের ক্ষমা করবে না বলেও জানান অভিষেক।

আরও পড়ুন- প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেও কাকদ্বীপে রাজনাথের সভার মাঠ ফাঁকা রয়ে গেল

 

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন অভিষেক। তৃণমূলের ইস্তেহারে নারী ক্ষমতায়নের যে প্রতিশ্রুতি দেওয়া রয়েছে তাও উল্লেখ করেন।

এদিন অভিষেকের রোড শো ঘিরে তুমুল উদ্দীপনা দেখা যায় দেখা যায় তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে। রোড শো শুরু হয়েছিল বিকেলে। যখন তা শেষ হয় তখন সন্ধে নেমেছে। ডায়মন্ড হারবারের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিষেক বলেন, “আমার জন্ম হয়েছে কালীঘাটে তবে আমি চাই আমি যেন ডায়মন্ডহারবারের মাটিতে মৃত্যুবরণ করি”।

আরও পড়ুন- শুটিং বিশ্বকাপে অনৈতিক সরঞ্জাম ব্যবহার করার অভিযোগ, দল তুলে নিল হাঙ্গেরি 

Advt

 

spot_img

Related articles

‘জাগো বাংলা’র স্টলে মুখ্যমন্ত্রীর তিন ভাবনা, শুরুর দিনেই উপচে পড়া ভিড়

প্রত্যেকবারের মতো ৪৯তম বইমেলাতেও ব্যতিক্রমী ‘জাগো বাংলা‘ স্টল (Jago Bangla Stall)। মুখ্যমন্ত্রীর ভাবনাকে বাস্তবায়িত করেছেন সাংসদ দোলা সেন-সহ...

পর্বত শৃঙ্গে‌ অক্সিজেন ছাড়া ২৪ ঘণ্টা, রেকর্ড রোহিতাশের

রেকর্ড গড়লেন পর্বতারোহী রোহিতাশ খিলেরি(Rohtash Khileri)। যেখানে সাধারণ মানুষ অক্সিজেন ছাড়া কিছুক্ষণও থাকতে পারে না সেইখানে তিনি ইউরোপের...

হিরণের ব্যাংক অ্যাকাউন্টে কি ঋতিকার নজর? মেয়ের ভবিষ্যতের চিন্তায় সরব অনিন্দিতা

খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে টলিপাড়া (Tollywood) ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে...

বইমেলাতেও SIR হয়রানির প্রতিবাদ মমতার: লিখেছেন ২৬টি কবিতা, এবার প্রকাশিত আরও ৯টি বই

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনের মঞ্চ থেকেও কমিশন-এজেন্সির ভূমিকা নিয়ে ফের তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...