জয় শ্রীরাম ধ্বনিতে আপত্তি তুললেই বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়ে যায় : যোগী 

  1. জয় শ্রীরাম ধ্বনিতে আপত্তি জানালেই সেখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়ে যায়। বৃহস্পতিবার নামখানায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীআদিত্যনাথ। নাম না করে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে যদি বলেন যোগী এদিন বলেন, যতগুলো রাজ্য জয় শ্রীরাম বলতে চায়নি সেখানেই বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জয় শ্রীরাম’, (Jai Shri Ram) আপাত দৃষ্টিতে ধর্মীয় এই স্লোগান রাজনীতির মঞ্চে বারবার তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বাংলার রাজনীতিতেও এই স্লোগান নিয়ে কাটাছেঁড়া হয়েছে অনেক। এমনকি কয়েক দিন আগে নেতাজি সুভাষ চন্দ্রের জন্মদিনে ভিক্টোরিয়ায় এই স্লোগান ঘিরেই সংঘাত বাধে। এবার সেই স্লোগানকে সামনে রেখেই বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করার হুঁশিয়ারি দিয়ে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

 

 

 

Previous articleকয়লাপাচার কাণ্ডে ৬ এপ্রিল পর্যন্ত লালার গ্রেফতারে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
Next articleকরোনার সময় পাশে থাকেননি বিজেপি সাংসদ, পুরুলিয়ার সভা থেকে আক্রমণ অভিষেকের