সারদা–কাণ্ডে ED -র জেরার মুখে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ

নির্বাচন কমিশন তাঁকে ‘ক্ষমতাহীন’ করার ২৪ ঘন্টার মধ্যেই ED-র জেরার মুখে কলকাতার প্রাক্তন নগরপাল তথা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ৷ সারদা– কাণ্ডের তদন্তেই তাঁকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সল্টলেকে CGO কমপ্লেক্সে যান সুরজিৎ (Surojit Kar purokayeshta) । তাঁকে জেরা করেন ED–র অফিসাররা। সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে৷

প্রসঙ্গত, সারদা- দুর্নীতি (Sarada scam) প্রকাশ্যে আসার সময়ে কলকাতার নগরপাল ছিলেন এই সুরজিৎ কর পুরকায়স্থ৷ রাজ্য সরকার সারদা– মামলার তদন্তের জন্য যে বিশেষ কমিটি বা SIT গঠন করেছিল, তারও সদস্য ছিলেন তিনি। সুরজিৎ কর পুরকায়স্থর বিরুদ্ধে অভিযোগ, সারদা সংস্থার বেশ কিছু অনুষ্ঠানে দেখা গিয়েছিল সুরজিৎকে। ওই সব অনুষ্ঠানে তিনি সারদার প্রশংসা করে বক্তৃতাও দিয়েছিলেন৷

প্রাক্তন আইপিএস সুরজিৎ সারদা গোষ্ঠীর সঙ্গে কীভাবে যুক্ত হয়েছিলেন, কেন সারদার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতেন, তা নিয়েই সুরজিৎকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য সরকার গঠিত SIT-এর হয়ে তদন্ত চালিয়ে কোন ধরনের তথ্য তিনি পেয়েছিলেন, তাও জানতে চাওয়া হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের এই নিরাপত্তা উপদেষ্টাকে ফের তলব করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

Advt

Previous article১০৮ নম্বরে থাকা দলের বিরুদ্ধে কষ্ট করে জয় রোনাল্ডোদের
Next articleকোনও ভয় না পেয়ে, পক্ষপাতিত্ব না করে ভোট দিন: রাজ্যপাল