আজ থেকে অসমেও শুরু হল বিধানসভা নির্বাচন

শনিবার থেকে অসমেও (Assam assembly election)শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচন। মোট ১২৬টি আসনে তিনদফায় ভোট হবে। এদিন ছিল প্রথম দফার নির্বাচন (first day poll)। শনিবার সকাল থেকেই ৪৭টি আসনে ভোটগ্রহণ পর্ব শুরু হয়। প্রথম দফার উল্লেখযোগ্য আসনগুলি হল তেজপুর, ডিব্রুগড়, তিনসুখিয়া, মাজুলি, লখিমপুর, ধেমাজি প্রমুখ।

এদিন সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত ভিড় লক্ষ্য করা গিয়েছে। তবে করোনা বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ভোটগ্রহণ চলছে। সকলকে নিজের ভোট নিজে গিয়ে দিয়ে আসার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জেপি নাড্ডা। ইতিমধ্যেই ভোট দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। দুপুর ২টো পর্যন্ত ভোট পড়েছে ৪৫.২৪ শতাংশ ।

Advt

Previous articleপ্রধানমন্ত্রীর ভিসা-পাসপোর্ট বাতিলের দাবি মুখ্যমন্ত্রীর
Next articleঅস্ত্র হাতে বুথের ১০০ মিটারের মধ্যে ঘুরছে বিজেপি কর্মীরা, বিস্ফোরক টুইট শশী পাঁজার