Saturday, November 15, 2025

মিথ ভেঙে চুরমার, অধিকারী গড়েই বাধার মুখে শুভেন্দুর ছোটভাই সৌমেন্দু

Date:

বছরের পর বছর, যুগ যুগ ধরে সমগ্র পূর্ব মেদিনীপুর (East Medinipur) “অধিকারী গড়” বলে পরিচিত। বাম জমানাতেও রাজনৈতিক ভাবে দাপট ছিল শিশির অধিকারীদের (Sishir Adhikary)। কিন্তু গত কয়েক মাসে সেই ছবিটা অনেকটাই বদলে যায়। যখন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন। এরপর একে একে তাঁর ছোটভাই গেরুয়া শিবিরে নাম লেখেন। দিব্যেন্দু (Debendu Adhikary) আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে নাম না লেখালেও তিনি বেসুরো। আর বৃত্ততা সম্পূর্ণ হয়, যখন কদিন আগেই শান্তিকুঞ্জের বড়কর্তা শিশির অধিকারী বিজেপির পতাকা তুলে নেন।

আর দলবদলের পর থেকেই পূর্ব মেদিনীপুর জুড়ে নিজেদের আধিপত্য কমতে থাকে। নন্দীগ্রাম হোক, কাঁথি কিংবা এগরা শুভেন্দু হোন কিংবা শিশির, বাধা-বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। “বেইনান”, “গদ্দার”, “মীরজাফর” বিশেষণ শুনতে হচ্ছে তাঁদের। তাহলে কি পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের দাপট বা গ্রহণযোগ্যতা কমছে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

এরমধ্যেই আজ, শনিবার রাজ্যে প্রথম দফার ভোটের দিন  নিজেদের গড় বলে পরিচিত কাঁথিতে আক্রান্ত অধিকারী পরিবারের ছোট ছেলে, শুভেন্দুর ছোটভাই সৌমেন্দু (Soumendu Adhikary)।অভিযোগ, রাস্তা আটকে তাঁকে যেতে বাধা দেওয়া হয়। একদল দুষ্কৃতী ব্যাপক ভাঙচুর চালায় সৌমেন্দুর গাড়িতে। মারধর করা হয় তাঁর গাড়ির চালককেও। অভিযোগের তির তৃণমূলের দিকে।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের সাবাজপুট এলাকায় বাধা পান, বিক্ষোভের মুখে পড়েন সৌমেন্দু অধিকারী। প্রার্থীর নির্বাচনী এজেন্ট হওয়ায় এদিন সকাল থেকে বুথে বুথে ঘুরছিলেন তিনি। একটি বুথে ঢোকার সময় সাবাজপুট এলাকায় তাঁর পথ আটকায় একদল দুষ্কৃতী। ব্যাপক ভাঙচুর করা হয় তাঁর গাড়িতে। মারধর করা হয় তাঁর গাড়ির চালক গোপাল সিংকে।

সৌমেন্দুর অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বে বুথ জ্যাম করার খবর পেয়ে সাবাজপুট গিয়েছিলেন তিনি। সেই সময়ই দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক হামলা চালিয়েছে তাঁর গাড়িতে। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এলাকার সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অধিকারীরা। গণ্ডগোল পাকানোর চেষ্টা করায় জনরোষের মুখে পড়তে হয়ে

 

Related articles

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...
Exit mobile version