ভোটের বিধিতে বদলের দাবি তুলে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধিদল

ভোটের বিধিতে বদলের দাবি তুলে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধিদল। শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কমিশনের অফিসে যান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েনরা। তাঁদের দাবি, পোলিং এজেন্ট নিয়ে কমিশন যে নয়া নিয়ম, তা বদল করতে হবে।

শনিবার রাজ্যে প্রথম দফার ভোট শুরু হয়েছে। ৫ জেলার ৩০ আসনে চলছে ভোটগ্রহণ পর্ব। এরই মধ্যে পোলিং এজেন্ট নিয়ে কমিশন যে নয়া নিয়ম, তা বদল করার দাবিতে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধিদল। এতদিন নিয়ম ছিল, যে কোনও রাজনৈতিক দলের পোলিং এজেন্ট হতে গেলে ওই বুথ এলাকা বা পাশের বুথের বাসিন্দা হতে হয়। কিন্তু একুশের নির্বাচনে সেই নিয়মে কিছুটা রদবদল এনেছে নির্বাচন কমিশন। নয়া নিয়ম অনুযায়ী, এবার থেকে পোলিং এজেন্ট হতে গেলে কোনও নির্দিষ্ট বুথের নয়, ওই বিধানসভা কেন্দ্রের বাসিন্দা হলেই হবে। কোনও বুথে কোনও রাজনৈতিক দলের সংগঠনের দুর্বল হলেও যাতে সবাই সব বুথে পোলিং এজেন্ট দিতে পারে, তা নিশ্চিত করা।

আরও পড়ুন-মিথ ভেঙে চুরমার, অধিকারী গড়েই বাধার মুখে শুভেন্দুর ছোটভাই সৌমেন্দু

আর সেই কারণেই বুথগুলিতে উত্তেজনার সৃষ্টি হচ্ছে বলে কমিশনে অভিযোগ জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধিদল। তাঁদের অভিযোগ, বিজেপি এর মাঝে নানা সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তাই তৃণমূল প্রতিনিধিদলের দাবি, আগের নিয়মই ফিরিয়ে আনা হোক।

Advt

Previous article‘দীর্ঘদিনের ইচ্ছা অবশেষে পূর্ণ হল’, মতুয়া তীর্থক্ষেত্র ওড়াকান্দিতে এসে জানালেন মোদি
Next articleওপারে গিয়েও নজরে এপারের ভোট, মতুয়া মন জয়ের লক্ষ্যে মতুয়া মন্দিরে ‘কৌশলি’ মোদি