বাইক বাহিনীসহ কোতুলপুরে রোড শো দিলীপ ঘোষের

প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে মোটামুটি শান্তিপূর্ণভাবেই। এবার লক্ষ্য দ্বিতীয় দফা। বাংলা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৪টি জেলার ৩০টি আসনে হবে ভোটগ্রহণ। এই নির্বাচনকে নজরে রেখে ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছে সব রাজনৈতিক দলগুলি। রবিবার বাঁকুড়া জেলার(Bankura district) কোতুলপুরে(kotulpur) রোড শো(roadshow) করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। এই রোড শোতে দিলীপ ঘোষের প্রচার গাড়ি সঙ্গেই দেখা গেল বিশাল বাইক বাহিনীকে। যদিও রোড শোতে সাধারণ মানুষের উপস্থিতি সেভাবে চোখে পড়েনি।

আরও পড়ুন:ভারতীয়রা বিশ্বের চোখে আলাদা সম্মান পান: মন কি বাত-এ মন্তব্য প্রধানমন্ত্রীর

রবিবার দোল পূর্ণিমার দিন সকাল ১০ টায় বাঁকুড়া জেলার কোতুলপুর থেকে শুরু হয় এই রোড শো। যেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রোড শোতে দিলীপ ঘোষের গাড়ির সামনে ও পিছনে ছিল বিজেপি কর্মী সমর্থকদের বাইকের ভিড়। রাস্তায় কোথাও কোথাও গাড়ি থামিয়ে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। তবে বিজেপির তরফ এ আয়োজন চূড়ান্ত থাকলেও সেভাবে সাধারণ মানুষের উচ্ছাস দেখা যায়নি রাস্তার দু’পাশে। দিলীপ ঘোষকে দেখতে রাস্তার মোড়ে হাতেগোনা কয়েকজন মানুষ অবশ্য চোখে পড়েছে। এরপর নির্ধারিত সূচি মেনে কোতুলপুর থেকে জয়পুর গিয়ে শেষ হয় দিলীপ ঘোষের রোড শো।

Advt

 

Previous articleফের লাগামছাড়া হচ্ছে করোনা সংক্রমণ
Next article‘প্রথম দফায় বাংলায় ২৬ আসনে জিতবে বিজেপি’, দাবি অমিত শাহর, পাল্টা ডেরেক