Thursday, November 13, 2025

ভারতীয়রা বিশ্বের চোখে আলাদা সম্মান পান: মন কি বাত-এ মন্তব্য প্রধানমন্ত্রীর

Date:

‘জনতা কার্ফু’ ছিল বিশ্বের কাছে অনুপ্রেরণা। অতিমারি সংক্রমণ ঠেকাতে জনতা কার্ফুকে সফল করার জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে রবিবার ৭৫ তম ‘মন কি বাত’ অনুষ্ঠান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। একটি রেডিও অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে এই ভাষণ রাখেন তিনি।
গত বছর মার্চে করোনার বিরুদ্ধে লড়াই ও তার ভ্যাকসিনের জন্য দেশবাসীকে অভিনন্দন জানান তিনি। এদিন মোদি বলেন, একদিন যে ভ্যাকসিনের জন্য বিশ্ববাসী অপেক্ষা করছিল, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতই গোটা বিশ্বকে ভ্যাকসিন সরবরাহ করছে। সেইসঙ্গে তিনি আরও বলেন, ভারতে সর্ববৃহৎ টীকাকরণ চলছে। আর তা নিয়ে দেশবাসী বেশ উৎসাহিত। সকলেই টীকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করছেন। সেইসঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ প্রসঙ্গে তিনি আবারও মনে করিয়ে দেন, “দাওয়াই ভি, কড়াই ভি”, অর্থ্যাৎ টীকার পাশাপাশি বিধিনিষেধ অবলম্বন করার কথা বলেন।
ক্রিকেটার মিতালি রাজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতীয় মহিলা আজ অনেক উন্নত। বিভিন্ন ক্ষেত্রে তাঁরা আজ সফল। মহিলা ক্রিকেটর মিতালী রাজ(Mitali Raj)-এর আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করার কথা তুলে ধরেন তিনি। আর এরজন্য মিতালিকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি নারীশক্তির জয়জয়কার করে পিভি সিন্ধুকেও বিডব্লুএস-এ রূপোর পদক জেতার জন্য অভিনন্দন জানান মোদি। সেইসঙ্গে তিনি বলেন , মিতালি রাজ ও পি ভি সিন্ধু(P V Sindhu)-এর এই সাফল্য ভারতীয় মহিলাদের বিশ্বদরবারে অনেক উঁচু স্থানে পৌঁছে দিয়েছে। খেলোয়াড়রা পদক জিতেছেন, রেকর্ড গড়েছেন। তাতে ভারতের নাম উজ্জ্বল হয়েছে।

মোদি এদিন আরও বলেন বিশ্বের যে কোনও দেশের কাছে ভারতীয়দের সম্মান ও কদর অনেক বেশি। ভারতীয়দের গোটাবিশ্ব অন্য চোখে দেখেন। এরকারণ ভারতীয় শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, ও আয়ুর্বেদিক চিকিৎসা।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version