‘মন কি বাত’ অনুষ্ঠানে মিতালি, সিন্ধুর প্রশংসায়  নরেন্দ্র মোদি

রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে মিতালি রাজ(Mithali raz) , পিভি সিন্ধুর (PV Sindhu)প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি( prime minister Narendra Modi)।  দুই মহিলা ক্রীড়াবিদকে তাঁদের সাম্প্রতিক সাফল্যের জন্য প্রশংসায় ভরিয়ে দেন তিনি।

রবিবার মিতালি সম্পর্কে মোদি বলেন ” দু’দশক ধরে ক্রীড়া জীবনে অনেককে অনুপ্রাণিত করেছেন উনি। ওঁর কঠোর পরিশ্রম এবং সাফল্য শুধু মহিলা নয়, পুরুষ ক্রিকেটারদেরও অনুপ্রাণিত করেছে।”

সম্প্রতি দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করেছেন মিতালি। পাশাপাশি প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৭০০০ রানের রেকর্ড ও রয়েছে মিতালির ঝুলিতে।

সিন্ধুকে নিয়ে মোদি বলেন,”সুইস ওপেন ব্যাডমিন্টনে রুপো জিতেছেন সিন্ধু। দেশের গর্ব।”

মার্চ মাসেই আমরা ‘মহিলা দিবস’ পালন করি। আর সেই মাসেই অনেক মহিলা ক্রীড়াবিদ পদক জিতেছেন এবং রেকর্ড করেছেন।  রবিবার ‘মন কি বাত” অনুষ্ঠানে এরকম ভাবেই সিন্ধু, মিতালিদের প্রশংসা করেন নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:করোনা মুক্ত ভারত অধিনায়ক সুনীল ছেত্রী, টুইট করে জানালেন তিনি

Advt

Previous articleসাগরের সভা থেকে তৃণমূলকে তোপ শুভেন্দুর
Next articleবুঝতে পারিনি জলঢোঁড়া ভেবে আমি কেউটে পুষেছি: নাম না করে অধিকারীদের তীব্র কটাক্ষ মমতার