অতীত ভুলে গোঘাটে এখন শুধুই উন্নয়ন: মমতা বন্দ্যোপাধ্যায়

গোঘাট( goghat) থেকে সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। সুড়ঙ্গ দিয়ে বডি পাচার হত। আমার কাছে এক বৃদ্ধা মা বলেছিলেন, আমায় একটা বন্দুক দিবি? আমার ছেলেকে যারা খুন করেছে, তাদের মারব।

সেই অতীত ফেলে আজ উন্নয়নই উন্নয়ন। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করা চলবে না।মানুষের পাশে থেকে কাজ করতে হবে। মানুষের সঙ্গে যাঁরা থাকবে না, তাঁদের সঙ্গে আমার সম্পর্ক নেই ।

গোঘাট পর্যন্ত রেল এসে গেছে। এটা আমার তৈরি করা।বিজেপি, সিপিএম করেনি। ক্ষমতায় আছে বলে উদ্বোধন করছে।

বন্যা প্রতিরোধে আরামবাগে মাস্টার প্ল্যান তৈরি করা হবে।বন্যায় কষ্ট করতে হবে না।জলস্বপ্ন প্রকল্পে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে।আগামী ৩-৪ বছরের মধ্যে সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে।মুণ্ডেশ্বরী নদীর ওপর সেতু তৈরির পরিকল্পনা রয়েছে।

বাম আমলের হার্মাদরা এখন বিজেপি হয়েছে।

৩ হজার কোটি টাকা দিয়ে রাস্তা তৈরির পরিকল্পনা হয়েছে। দক্ষিণ বঙ্গ থেকে উত্তরবঙ্গ যুক্ত হবে। মেচেদা দাসপুর হয়ে জয়রামবাটি-কামারপুকুর হয়ে বর্ধমান, বীরভূম হয়ে যাবে তরাই-ডুয়ার্স হয়ে শিলিগুড়ি। সেখান থেকে বাংলাদেশ-নেপালের সঙ্গে যুক্ত হবে।

বিজেপি( bjp)  বাংলা চেনেই না। বিজেপির নিজেদের কিছু নেই। সিপিএমের ক্যাডারদের বিধানসভার টিকিট দিয়েছে।’

‘আমি না থাকলে গোঘাট, কোতুলপুর, আরামবাগ বাঁচত না। আমায় গোঘাটে জলটুকুও দিতে দিত না সিপিএম’।

আরও পড়ুন:নজরে হাইভোল্টেজ কেন্দ্রের ভোটগ্রহণ: নন্দীগ্রামে ১৪৪ ধারা

Advt

Previous articleপুলিশের লোগো- নাম ব্যবহার করে ‘ফেক’ জনমত সমীক্ষা! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে
Next articleরাতের ট্রেনে আর ফোন-ল্যাপটপে চার্জ দেওয়া যাবে না, নয়া নির্দেশিকা রেলের