ভোটের প্রচার থেকে প্রার্থী তালিকা; এমনকী ব্রিগেডের সমাবেশেও একেবারে নতুন চেহারায় সিপিআইএম (Cpim) । প্রার্থী তালিকায় এবার তারুণ্যের জোয়ার। বেশিরভাগ ইয়ং ব্রিগেডকেই এবারের ভোট বৈতরণী পার করার দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনের প্রচারেও তার ছোঁয়া। ‘টুম্পা ব্রিগেড চল’ দিয়ে শুরু। তারপর ‘হল্লাগাড়ি’ থেকে ‘উরি উরি বাবা, বিজেমূল’। সেই সব গান ভাইরাল করছেন বর্ষীয়ান সিপিআইএম নেতারাও। বালির সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধরের (Dipsita Dhar) নির্বাচনী প্রচারের হাতিয়ারও গান। দীপ্সিতা নিজেও গান গাইতে পারেন। তবে ভোট প্রচারে তাঁর হয়ে গান গেয়েছেন তাঁর মাসতুতো দাদা গায়ক শোভন গঙ্গোপাধ্যায় (Shobhan Ganguly)। শোভনের গাওয়া ‘দীপ্সিতাকেই ভোট’ গানটি ‘ভোটের গান’ নাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social) শেয়ার (Share) করেছেন দীপ্সিতা। ইতিমধ্যেই প্রচুর শেয়ার হয়েছে সেটি।

আরও পড়ুন-মমতাকে আঘাত করতে পারে অধিকারীঘনিষ্ঠ আরমান ভোলা, খবর ছিল পুলিশে
বালিতে রাজনৈতিক লড়াইয়ে নেমে “সকলের হাতে কাজ ও সকলের পেটে ভাত”-এই স্লোগান নিয়ে তৃণমূল (Tmc) ও বিজেপির (Bjp) বিরুদ্ধে ভোটপ্রচার করছেন দীপ্সিতা।

গান সম্পর্কে শোভন জানান, তাঁর মাসির মেয়ের দীপ্সিতার জন্য গেয়েছেন ‘ভোটের গান’। তবে, তাঁর রাজনৈতিক মতদর্শের নিয়ে কোনও আলোচনা চান না শোভন। তিনি জানান, “দীপ্সিতা আমার মাসির মেয়ে, ব্যক্তিগত যোগাযোগ থেকে আমি গানটি গেয়েছি, এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাই না।” বালির বাম প্রার্থীর জন্য গাওয়া শোভনের এই গান ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে।
