বুথে “বহিরাগত” নিয়ে ভারতী ঘোষ, ব্যাপক উত্তেজনা ডেবরায়

দ্বিতীয় দফার বুথে বিক্ষিপ্ত অশান্তির খবর সকাল থেকেই। এই দফায় নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম পশ্চিম মেদিনীপুরের ডেবরা (Debra)। এখানে লড়াই দুই প্রাক্তন আইপিএসের (IPS) মধ্যে। বিজেপির (BJP) ভারতী ঘোষের (Bharti Ghosh) সঙ্গে তৃণমূলের (TMC) হুমায়ুন কবীর (Homayun Kabir) সম্মুখ সমরে।

এদিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ডেবরা। তৃণমূলের অভিযোগ, বহিরাগত (Out Sider)নিয়ে বুথে ঢুকেছেন বিজেপি প্রার্থী। এরপর ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী–সমর্থকরা। ভোটারদের ভয় দেখাতে চাইছেন ভারতী ঘোষ। নিশ্চিত হার বুঝে গিয়ে ভারতী ঘোষ ভোটারদের প্রভাবিত করছেন বহিরাগত আমদানি করে।

যদিও পাল্টা বিজেপি প্রার্থী ভারতী ঘোষের দাবি, “তৃণমূল শান্তিতে নির্বাচন করতে দিচ্ছে না। বিজেপির এজেন্টদেরও বাধা দিচ্ছে বুথে বসতে। তাই আমি বুথে বুথে ঘুরছি। আর তৃণমূল এবার ডেবরায় হেরে যাবে বুঝতে পেরেই এখন আমায় ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশদের প্রভাবিত করছে তৃণমূল।”

এদিকে, ডেবরায় বিজেপির মণ্ডল সভাপতিকে আটক করে পুলিশ। তার প্রতিবাদে বিজেপি কর্মী–সমর্থকরা পাল্টা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে।

আরও পড়ুন:বোমাবাজি ও মারধর, আতঙ্কে কালীচরণপুরের বাসিন্দারা

Advt

Previous articleবোমাবাজি ও মারধর, আতঙ্কে কালীচরণপুরের বাসিন্দারা
Next articleবিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে দ্বিতীয় দফার নির্বাচন