Wednesday, January 28, 2026

নন্দীগ্রামে নেতার কথায় বোমা সাপ্লাই করতে গিয়ে হাতেনাতে পাকড়াও বিজেপি সমর্থক

Date:

Share post:

হাইভোল্টেজ নন্দীগ্রামে ভোটকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। মাছি গলার জায়গা নেই। ভারী বুটের শব্দে কার্যত দুর্গের চেহারা নিয়েছে নন্দীগ্রাম। কিন্তু তার মধ্যেও কুকর্ম করে গিয়ে ধরা পড়ে গেল এক বিজেপি সমর্থক। ভোটের ঠিক আগের রাতে নন্দীগ্রামের সোনাচূড়া থেকে পাকড়াও করা হয় ওই বিজেপি কর্মীকে। নাম, নাড়ু দাস। তার আরেক সঙ্গী উত্তম পাত্র অবশ্য চম্পট দেয়।

অভিযোগ, এক বিজেপি নেতার কথায় নাড়ু ও উত্তম রাতের অন্ধকারে বাইকে করে বোমা পাচার করতে যাওয়ার সময় তাদের হাতেনাতে ধরে ফেলে তৃণমূলের কর্মী-সমর্থকরা। বড় একটা ব্যাগ নিয়ে তারা যাচ্ছিল। সন্দেহ হওয়ায় পথ আটকে স্থানীয়রা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। নাড়ু পালাতে না পারলেও চম্পট দেয় উত্তম।

ব্যাগে উঁকি মেরে দেখা যায় বেশ কয়েকটি বোমা রয়েছে। ভোটের দিন গণ্ডগোল পাকানোর জন্যই সেগুলি অন্যত্র নিয়ে যাচ্ছিল তারা। চাপের মুখে নাড়ু জানায়, বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি জয়দেব নামে এক ব্যক্তি তার কর্মী-সমর্থককে দিয়ে তাদের ফোন করে ডাকেন। তারা সেখানে গেলেই তাদের হাতে একটি ব্যাগ ধরিয়ে দেয় বিজেপি নেতার অনুগামীরা। সেটা একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার কথা বলা হয়।

আরও পড়ুন- ‘বেগম’‌, ‘‌ফুফু’‌ শব্দগুলিকে কটাক্ষ করে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য শুভেন্দুর! কমিশনে নালিশ লিবারেশনের

বাগে বোমা আছে জেনে তা নিয়ে যেতে অস্বীকার করে নাড়ু ও উত্তম। নাড়ুর দাবি, তাদেরকে জোর করে সেগুলি দিয়ে অন্যত্র পাঠানোর চেষ্টা করে বিজেপির ওই নেতা। এরপর নাড়ুকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।

Advt

spot_img

Related articles

এভাবেই ভেঙে পড়বে বিজেপি! মেদিনীপুরে বিজেপির সভামঞ্চ ভেঙে পড়ায় কটাক্ষ তৃণমূলের

মেদিনীপুরে বিজেপির রাজনৈতিক অনুষ্ঠান চলাকালীন আচমকাই ভেঙে পড়ল মঞ্চ। হেলে পড়লেন রুদ্রনীল ঘোষসহ জেলা বিজেপির নেতৃত্ব। কোনওমতে পরিস্থিতি...

নীতীনের সফর, না মোনালির গান! বিজেপির পোস্টে বিনোদনের প্রচার, দ্বন্দ্ব দলের অন্দরেই

সামনেই হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। রাজ্য বিজেপির নড়বড়ে সাংগঠনিক অবস্থাকে চাঙ্গা করতে সর্বভারতীয় সভাপতি আসবেন। অথচ বিজেপির অফিশিয়াল পেজ...

দুমাসে প্রতিশ্রুতি পূরণ: অভিষেকের নির্দেশ মেনে বালিতে ব্যাপক রাস্তা সংস্কার

মানুষের স্বার্থে মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত ৪ সেপ্টেম্বর হাওড়া সদর ও গ্রামীণের সাংগঠনিক বৈঠক ডেকেছিলেন তৃণমূল...

প্রধানমন্ত্রীর ‘অপপ্রচারের’ জবাব দিতে বুধে সিঙ্গুরে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর! তুলে দেবেন ‘বাংলার বাড়ি’-র টাকা

প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সফরের রেশ কাটতে না কাটতেই এবার সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপির কুৎসার জবাব দিতে চলেছেন...