রাজ্যে ৩০ টি আসনে চলছে ভোট গ্রহণ। তার মধ্যে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। এরই মধ্যে নন্দীগ্রামের (Nandigram) ভেকুটিয়ায় বিজেপি কর্মীর (Bengal BJP) রহস্যমৃত্যু। ঘরের ভিতর থেকেই উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। তাঁর পরিবারের অভিযোগ, তৃণমূলের হুমকির জেরেই আত্মহত্যা তিনি। এ বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন-বুথে “বহিরাগত” নিয়ে ভারতী ঘোষ, ব্যাপক উত্তেজনা ডেবরায়

জানা গিয়েছে, মৃত বিজেপি কর্মীর নাম উদয় দোহে। উদয় পরিবারের দাবি, বুধবার সন্ধেয় তৃণমূলের এক দল দুষ্কৃতী তাঁদের বাড়িতে ঢুকে উদয়কে হুমকি দেয় বলে অভিযোগ। পরিবারের সদস্যদের বক্তব্য, উদয় দীর্ঘদিনের সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। এলাকায় তাঁর ক্ষমতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল। যার জেরে এলাকার তৃণমূল কর্মীদের ওপর চাপ বাড়ছিল।

পরিবারের দাবি, গতকাল, বুধবার রাতে তৃণমূলের দল হুমকি দেওয়ার পর নিজের ঘরে চলে যান উদয়। বৃহস্পতিবার ভোরে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এ বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
