১৪ এপ্রিল আম্বেদকরের জন্মদিনকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার

সংবিধান প্রণেতা বাবাসাহেব ভীম রাও আম্বেদকরের(Babasaheb Bhimrao Ambedkar) জন্মদিনকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করল। আগামী ১৪ এপ্রিল ডঃ বি আর আম্বেদকরের জন্মদিন। কেন্দ্রীয় সরকারের(central government) তরফে জানানো হয়েছে এই দিনে সমস্ত শিল্প প্রতিষ্ঠান সহ কেন্দ্রীয় সরকারের সকল দফতরে সরকারি ছুটি(government holiday) থাকবে।

আরও পড়ুন:‘ভোটারদের আই-কার্ড দেখার অধিকার আধাসেনার নেই’, সুদীপ জৈনকে কড়া চিঠি মমতার

১৮৯১ সালের ১৪ এপ্রিল জন্ম ভারতরত্ন বি আর আম্বেদকরের। আগামী ১৪ এপ্রিল ২০২১ দেশজুড়ে ১৩০ তম জন্ম দিবস পালিত হবে আম্বেদকর। জন্মদিন উপলক্ষে জাতীয় ছুটি ঘোষণা করা হলো কেন্দ্রীয় সরকারের তরফে। প্রসঙ্গত, সংবিধানের প্রণেতা হওয়ার পাশাপাশি দলিত সম্প্রদায়ের প্রতিনিধি ডঃ আম্বেদকর ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইন ও বিচারমন্ত্রী। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর মাত্র ৬৫ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন বাবাসাহেব আম্বেদকর। ১৯৯০ সালে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভারতরত্ন’ দেওয়া হয়েছিল মহান এই সমাজ সংস্কারককে।

Advt

Previous article‘ভোটারদের আই-কার্ড দেখার অধিকার আধাসেনার নেই’, সুদীপ জৈনকে কড়া চিঠি মমতার
Next articleনন্দীগ্রামে মমতার মাস্টারস্ট্রোক, ফোকাসে নগেন্দ্রর উক্তিও