Wednesday, August 27, 2025

দক্ষিণ ২৪ পরগনায় ৩১-০ হবে: জনজোয়ারে ভেসে বললেন অভিষেক

Date:

Share post:

তাঁর নিজের জায়গা ডায়মন্ডহারবার। শুক্রবার কুলতলি, বাসন্তী ও বারুইপুরে সভা করার পর সেখানেই রোড শো করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবার (Diamond Harbour) বিধানসভার পারুলিয়া মোড় থেকে স্টেশন মোড় পর্যন্ত রোড শো-এ জনজোয়ার। ব়্যালির শুরু বা শেষ একবারে দেখা যাচ্ছিল না। রাস্তা জুড়ে শুধু কালোমাথা। তৃণমূলের (Tmc) নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি হাজির ছিলেন স্থানীয় বাসিন্দারাও। বর্ণাঢ্য রোড শো-র শেষে বক্তব্য রাখেন অভিষেক।

তিনি বলেন দক্ষিণ ২৪ পরগনায় ৩১-০ হবে। বিজেপিকে (Bjp) বিতাড়িত হবে। তিনি বলেন, ভোটের সময় শুধু বিজেপি নেতাদের দেখা যায়। এখন দিল্লি থেকে তারা ডেইলি প্যাসেঞ্জারি করছেন। করোনা-আমফানকালে বিজেপিকে পাশে পাওয়া যায়নি। তখন সঙ্গে ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। একথা মনে করান ডায়মন্ড হারবারের সাংসদ। কোভিড (Covid) কালে এই অঞ্চলে কমিউনিটি কিচেন চালু করেছিল অভিষেক। এদিন বিপুল জনসমাগম তাঁদের প্রতি সমর্থনের বার্তা দেয় বলে মত তৃণমূলের।

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন অভিষেক। বাড়ির মহিলার নামে স্বাস্থ্যসাথী কার্ড করা থেকে শুরু করে মহিলাদের হাতখরচ দেওয়ার প্রকল্প- তৃণমূলের ইস্তেহারে নারী ক্ষমতায়নের প্রতিশ্রুতি উল্লেখ করেন মমতা।

এদিন অভিষেকের রোড শো ঘিরে তুমুল উদ্দীপনা দেখা যায় দেখা যায় তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে। রোড শো যখন শুরু হয় তখন রোদের তাপ রয়েছে রীতিমতো। তাও রাস্তা জুড়ে শুধুই জনসমাগম। এই ভিড় আশা জাগাচ্ছে তৃণমূল নেতৃত্বের। অভিষেক বলেন, “সবুজ আবির তৈরি রাখুন। দোসরা মে এসে খেলব”।

আরও পড়ুন- নন্দীগ্রামের মতো উত্তরেও তাণ্ডব করতে পারে বাহিনী: সতর্ক করলেন মমতা

Advt

 

spot_img

Related articles

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...