ক্রিকেট খেলায় আউট দেওয়া নিয়ে মারামারিতে মৃত কিশোর

বন্ধুরা মিলে পাড়ায় ক্রিকেট খেলতে গিয়ে আউট হওয়া নিয়ে অশান্তি। সেই অশান্তি পরিণত হল ঝগড়া মারামারি তে। পরিণতিতে ১৬ বছরের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হল । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে লখনউয়ের কাছে উন্নাওতে।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার বিকেল ৪-৫টা নাগাদ সফিপুর পুলিশ স্টেশন এলাকার সালেনগরের একটি মাঠে ক্রিকেট খেলছিল কয়েকজন কিশোর যুবক। সেখানেই ম্যাচে ১৪ বছরের একটি ছেলে ব্যাট করার সময় লেগ বিফোর দ্য উইকেট (LBW)-এ আউট হয়। আম্পায়ার আউট ঘোষণা করেন। কিন্তু কিছুক্ষণ পর সেই আউটটি হয়নি বলে জানান আম্পায়ার। তখন আম্পায়ারের সামনে দাঁড়ানো ১৬ বছরের এক কিশোর দাবি করে, এটা পুরোপুরি না এবং ভুল সিদ্ধান্ত। বিপক্ষ দলের খেলোয়াড়রা মারমুখী হয়ে তার দিকে তেড়ে আসে। ক্রিকেট ব্যাট নিয়ে পেটায়। মাথায় গুরুতর চোট পেয়ে মাঠের মধ্যেই ছেলেটি লুটিয়ে পড়ে। সতীর্থরা তাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে।

Previous articleসারদা: ইডির বাজেয়াপ্ত বিবৃতির প্রেক্ষিতে কী লিখলেন কুণাল?
Next articleবিহারে মদ খেয়ে মৃত ১৪, হৃদরোগের স্বীকারোক্তিতে পরিজনকে পুলিশি চাপের অভিযোগ