সিপিএমমুক্ত ভারত গড়ার কথা তো বলে না বিজেপি! বাম-রাম যোগের বিস্ফোরক ইঙ্গিত রাহুলের

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই লাগাতার কংগ্রেসমুক্ত ভারত গড়ার ডাক দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
(Narendra Modi) ও অন্য বিজেপি নেতারা। নানা রাজ্যে দল ভাঙিয়ে, নির্বাচিত সরকারের বিধায়ক কেনাবেচার মাধ্যমে সরকার বদল করে সেই লক্ষ্যে অনেকখানি সফলও হয়েছেন মোদি-শাহ জুটি। ২০১৪-র পর ২০১৯ সালেও লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। এবার বিজেপির এই ‘কংগ্রেসমুক্ত’ শব্দকে হাতিয়ার করেই বামেদের নিশানা করলেন কংগ্রেস নেতা ও ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিধানসভা ভোট উপলক্ষ্যে কেরলের জনসভায় দাঁড়িয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতির প্রশ্ন, ‘দেশের শতাব্দী প্রাচীন দলকে নিয়ে খুবই সমস্যা রয়েছে বিজেপি নেতাদের। তাঁরা প্রায়ই কংগ্রেসমুক্ত ভারত গড়ার ডাক দেন। কিন্তু সিপিএমকে নিয়ে তাদের কোনও সমস্যা নেই কেন? বিজেপি তো কখনোই সিপিএমমুক্ত ভারত গড়ার ডাক দেয় না!’

বাংলায় যখন সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস, তখন কেরলে তারা সিপিএমের প্রধান প্রতিপক্ষ! এই জটিল সমীকরণের পরিপ্রেক্ষিতে রাম ও বাম যোগাযোগের দিকে ইঙ্গিত করে রাহুল যে বিস্ফোরক মন্তব্য করেছেন তাতে বেকায়দায় পড়বেন বাংলার জোটবদ্ধ সিপিএম-কংগ্রেস নেতারা। বাংলায় এখনও পর্যন্ত জোটের পক্ষে একটিও ভোটপ্রচারে যোগ দেননি রাহুল। উল্টে কেরলে ভোটপ্রচারে গিয়ে রাম-বাম যোগসাজশের ইঙ্গিত করলেন তিনি। রাহুলের কথায়,’প্রধানমন্ত্রী নিয়মিত বলেন, কংগ্রেসমুক্ত ভারত। সকালে ঘুম থেকে উঠে শুরু করেন। রাতে ঘুমোতে যাওয়ার আগেও কংগ্রেসমুক্ত ভারত আওড়ান। কই, সিপিএমমুক্ত ভারতের কথা তো ওঁর মুখে আসে না? কখনই উনি তা বলেন না। আসলে ওঁর বামপন্থীদের নিয়ে কোনও সমস্যা নেই। খালি কংগ্রেসকে নিয়েই যত মাথাব্যথা।’ কেরলে হিংসার জন্যেও বামপন্থীদের কাঠগড়ায় তোলেন ওয়ানাডের সাংসদ। তিনি বলেন,’দেশের ঐক্যের জন্য বিপজ্জনক আরএসএস। তাদের মতো সমাজে বিভাজন ছড়ায় বামেরাও। হিংসা ও ক্রোধের রাজনীতি করে তারা। কিন্তু কংগ্রেস কখনও ঘৃণা ছড়ায়নি। সবসময় মানুষকে ঐক্যবদ্ধ করেছে। কংগ্রেস কর্মীদের হত্যা করছে বামেরা। কংগ্রেস কর্মীরা কখনও কাউকে হত্যা করেনি। এটাই বামেদের সঙ্গে কংগ্রেসের ফারাক।’

এখন দেখার বিষয়, কেরলে কংগ্রেসের জমি পোক্ত করতে সিপিএম ও বিজেপির যোগসাজশে ইঙ্গিত করা রাহুল বাংলায় বাম-কংগ্রেস জোট নিয়ে কী বলেন! রাহুলের সাম্প্রতিক মন্তব্যে বাংলায় জোটের ভোটে কতটা প্রভাব পড়ে, সেটাও দেখার।

Advt

 

Previous article‘কমিশনকে দিয়ে অফিসার বদল করানো হচ্ছে’, খানাকুল থেকে বিজেপিকে আক্রমণ মমতার
Next articleকরোনার হানা এবার নির্বাচন কমিশনে, আক্রান্ত পর্যবেক্ষকদের পাঠানো হলো আইসোলেশনে