Friday, January 9, 2026

বিজেপি প্রার্থী পায়নি তাই লকেটকে দাঁড় করিয়েছে, কটাক্ষ মমতার

Date:

Share post:

সোমবার হুগলির চুঁচুড়ার মঞ্চ থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন,বিজেপি প্রার্থী পায়নি তাই লকেটকে দাঁড় করিয়েছে। পাশাপাশি ভারতীয় জনতা পার্টিকে ‘চোরেদের দল’ বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। এরপর মোদিকে নিশানা করে মমতা বলেন, ‘রোজ আমাকে ভ্যাঙায়। যত ভ্যাঙাবে ওর জিভ ক্ষয় হবে।’

এদিন মমতা বলেন,”BJP-র লোক নেই, তাই সাংসদকে প্রার্থী করেছে। এরপর পুরভোট, পঞ্চায়েত ভোটে দাঁড়াবে। আমি তো ওদের কীর্তি কলাপ সব জানি। আমাদের দলকে সারদা-নারদা বলে। বাবুল সুপ্রিয় একদিন বলেছিল সারদা হচ্ছে রোজভ্যালির প্রথম রোজ। লকেট তো রোজভ্যালিদের গলার লকেট। সব জানি। ওঁদের বিরুদ্ধে কিছু হয় না। ও তো জিতবে না। টাকার, জন্য, দলের জন্য দাঁড়িয়েছে।’

আরও পড়ুন-ফাঁকা মাঠের লজ্জা! শ্রীরামপুরের জনসভা বাতিল করলেন জেপি নাড্ডা

ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ শানিয়ে মমতা এদিন বলেন, ‘BJP চোরেদের দল। স্থানীয়দের কাউকে দাঁড় করাওনি ভোটে। BJP স্থানীয় লোকেদের সম্মান করে না। BJP দলের হয়ে দাঁড়ানো মানে টাকা ইনকাম।’ অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে মমতা বলেন, ‘রোজ আমাকে ভ্যাঙায়। যত ভ্যাঙাবে ওর জিভ ক্ষয় হবে। ভ্যাঙাতে দিন, গালাগলি দিতে দিন। আমি তো নিজে জানি আমি কী। বাংলার সকলে আমায় ভালোবাসেন। সুকমায় কত জওয়ান মারা গিয়েছেন। দেশকে দেখছে না। বাংলা দখল করবে বলে টাকার ভাণ্ডার নিয়ে বসে আছে। চ্যালেঞ্জ করছি, প্রত্যেকটা পরিবারকে বিনামূল্য গ্যাস দিন।’

এদিন মমতা আরও বলেন, ‘গুজরাটিরা বাংলা শাসন করবে না’। রাজ্যে কেন ৮ দফায় নির্বাচন সে নিয়ে আবরও এদিন সরব হন মমতা। তিনি বলেন, ‘BJP-র মণ্ডলরা ঠিক করে দিচ্চে নির্বাচনের দিন। বলবে, কোভিড হয়েছে বলে নির্বাচন বন্ধ করে দাও! এসব চলবে না। ভোট যখন শুরু হয়েছে, শেষ করতে হবে।’ সোমবার তিনি আরও বলেন,”বাংলার দুটো গদ্দার বিজেপিকে দিয়ে রাজ্য শাসন করাবে? আমি থাকতে সেটা হবে না।” এছাড়াও মমতা এদিন প্রতিশ্রুতি দিয়ে বলেন, “ডানকুনি থেকে রঘুনাথপুর জঙ্গলমহল সুন্দরী শিল্প তালুক হবে।”

Advt

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...