বিক্ষিপ্ত অশান্তিতেই চলছে তৃতীয় দফা

চলছে তৃতীয় দফার ভোটগ্রহণ৷ তিন জেলায় ৩১ টি আসনে নির্বাচন৷ এর মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ১৬ টি কেন্দ্র, হাওড়ার ৭ টি এবং হুগলির ৮ টি কেন্দ্র৷ নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ৮৩২ কোম্পানি বাহিনী ৷ এর মধ্যে বুথে মোতায়েন ৬১৮ কোম্পানি ৷ দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়ল ৫৫ শতাংশ।

এরইমধ্যে, আরামবাগ বিধানসভা আরণ্ডীর বাঁধ পাড়া ২৬৩ নম্বর বুথে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের ৷ এমনকী, তাঁর নিরাপত্তরক্ষীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে৷ কমিশনে অভিযোগ দায়ের করেছেন সুজাতা।

অন্যদিকে, বীরভূমের দুবরাজপুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তি তাদের সমর্থক বলে দাবি বিজেপির। মৃতদেহ উদ্ধারের পর পুলিশের গাড়ি আটকে ভাঙচুর, বিক্ষোভ বিজেপি কর্মীদের। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ।

এদিকে, জগৎবল্লভপুর বিধানসভার জাবদাপোতা গ্রামে বুথের ১০০ মিটারের মধ্যে লুচি-আলুর দম খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল ও বিজেপির বিরদ্ধে। তবে দু পক্ষই জানিয়েছে, প্রতিবার ভোটের সময় গ্রামবাসীদের খাওয়ানোর রেওয়াজ রয়েছে। তবে এবার ছোলা-মুড়ির পরিবর্তে লুচি-আলুর দম।

বিষ্ণুপুরের ১২৩ নম্বর বুথে মহিলা ভোটারকে বুথে যেতে বাধা। বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ জানিয়ে ভোট দিতে যান ওই মহিলা ভোটার। ভাইরাল ভিডিও-র ভিত্তিতে ঘটনার রিপোর্ট চাইল কমিশন। ফুটেজ দেখে অভিযুক্তকে আটক করল পুলিশ।

এদিকে, হাওড়ার শ্যামপুরে ভোটে অনিয়মের অভিযোগ। শাশুড়ির হয়ে পুত্রবধূর ভোট দেওয়ার অভিযোগ। অভিযোগ পেয়ে বুথে বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। বুথে তনুশ্রীর সঙ্গে বাদানুবাদ তৃণমূল এজেন্টদের। ‘শাশুড়ি চোখে দেখতে পান না বলে মহিলা ভোটের অনুমতি’, দাবি সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারের।

অন্যদিকে, ফলতার বিজেপি প্রার্থী বিধান পাড়ুইয়ের গাড়ি ভাঙচুর। প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলল শাসকদল।

তৃণমূলের ভোটারদের প্রকাশ্যে ভয় দেখানোর অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, ‘‘তৃণমূলের ভোটারদের প্রকাশ্যে ভয় দেখানোর জন্য এবং কোনও একটি নির্দিষ্ট দলের প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করা হচ্ছে ৷’’ মমতার অভিযোগ, এই গোটা কাজটি করছেন উর্দিধারী কিছু মানুষ।

পাশাপাশি উলুবেড়িয়ায় উত্তর বিধানসভা কেন্দ্রের মুক্তিচক এলাকায় পরিদর্শনে গিয়ে হামলার মুখে তৃণমূল প্রার্থী নির্মল মাজি ৷ বুথ পরিদর্শনের সময় বিজেপি কর্মীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ ঘটনায় তাঁর দু’জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন ৷ তৃণমূল প্রার্থী নির্মলের দাবি, বহিরাগত দাগি আসামিদের জড়ো করে ওই এলাকার বুথে ভোট লুঠ করছে বিজেপি ৷

অন্যদিকে, ভোট দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকি৷ ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, খুব ভালোভাবে এখানে ভোট হচ্ছে ৷ কোনওরকম সমস্যা হচ্ছে না৷ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি খুশি৷

আরও পড়ুন-করোনা সংক্রমনে রাশ টানতে দিল্লিতে নাইট কার্ফু জারি ৩০ এপ্রিল পর্যন্ত

এরইমধ্যে আগের দু’টি দফার নির্বাচনে কারচুপির অভিযোগ উঠেছে ৷ তৃতীয় দফার নির্বাচন শুরু হতেই সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে ইভিএম কারচুপির অভিযোগ শোনা গিয়েছে ৷ সেই তালিকায় রয়েছে ডায়মন্ড হারবারের ১ নম্বর ব্লকের একটি বুথ৷ ইভিএমের যে কোনও বোতাম টিপলেই ভোট যাচ্ছে বিজেপিতে৷ ইভিএম কারচুপির এমনই গুরুতর অভিযোগ ডায়মন্ড হারবারের একটি বুথে৷ ঘটনার জেরে ঘণ্টাখানেক ধরে বন্ধ ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের মরুইবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ১৭৪ নম্বর বুথের ভোট গ্রহণ ৷ ভোটারদের দাবি, ইভিএম পাল্টে পুনরায় ভোট করানো হোক ৷

আজ সকালে তৃণমূলের ভোটারদের প্রকাশ্যে ভয় দেখানোর অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, “তৃণমূলের ভোটারদের প্রকাশ্যে ভয় দেখানোর জন্য এবং কোনও একটি নির্দিষ্ট দলের প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করা হচ্ছে ৷” মমতার অভিযোগ, এই গোটা কাজটি করছেন উর্দিধারী কিছু মানুষ ৷

অন্যদিকে, গোঘাটের ফুলজলা প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের গন্ডগোল৷ বিজেপিকে ভোট দিতে প্রভাবিত করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে ৷

অন্যদিকে, উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে ছাপ্পা ভোটের অভিযোগ ৷ এর প্রতিবাদে আমতা থানায় অবস্থান-বিক্ষোভ করছেন বিজেপি প্রার্থী চিরন বেরা ৷

পুড়শুড়ায় তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷ পরিবারের অভিযোগ, ৩৯ নম্বর বুথে এজেন্ট হওয়ার জন্য তাঁর বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷

খানাকুলে তৃণমূল প্রার্থী নাজিবুল করিমকে মারধরের অভিযোগ। অভিযোগের তির BJP-র দিকে।

ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আইএসএফ কর্মীর বিরুদ্ধে৷ ভোট দেওয়ার পর ও ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে ৷ ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ওই কর্মীকে হাতেনাতে ধরে ফেলে৷

Advt

Previous articleদায়িত্ব পালন করতে পারবে পন্থ, বলছেন কোচ পন্টিং 
Next articleবিজেপিকে হারানোর লক্ষ্যে ‘অশোকদা’কে জেতাতে আসরে বাইচুং ভুটিয়া