দায়িত্ব পালন করতে পারবে পন্থ, বলছেন কোচ পন্টিং 

শ্রেয়স আইয়রের (  shreyas iyer) জায়গায় এবারে দিল্লি ক‍্যাপিটালসের (  delhi capitals)   অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্থকে( Rishav panth)। কাঁধের চোটের কারণে এবারের আইপিএল( Ipl) থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন পন্থ। আর  সেই দায়িত্ব পন্থ পালন করতে পারবেন বলে মনে করছেন দিল্লি কোচ রিকি পন্টিং( ricky ponting)।

এদিন পন্টিং বলেন,”পন্থ খেলাটা বোঝে। ওর চিন্তাভাবনা খুবই মজবুত। অধিনায়ক হিসেবে সেটা ওকে সাহায্য করবে বলেই আমার মনে হয়। ওকে অধিনায়ক করার কারণ হচ্ছে, অতিরিক্ত দায়িত্ব পেলে ও ভাল খেলে। দায়িত্ব নিতে পছন্দ করে ও। শেষ কিছু দিন ধরে কথা হয়েছে পন্থের সঙ্গে। ওর সঙ্গে কথা বলে প্রথম ম্যাচের আগে সব কিছু বুঝিয়ে দেওয়া গেলে কোনও অসুবিধা হবে না।” এরপাশাপাশি তিনি আরও বলেন,” সিনিয়র ক্রিকেটারদেরও দায়িত্ব নিতে হবে। অনুশীলনে যেমন সাহায্য প্রয়োজন, মাঠেও তেমন পন্থকে পথ দেখাতে হবে সিনিয়রদের।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

 

Previous articleভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, ট্যুইটে অভিযোগ মমতার
Next articleবিক্ষিপ্ত অশান্তিতেই চলছে তৃতীয় দফা