ভোট দিলেই মিলবে ১০০০ টাকা, রায়দিঘিতে বিজেপির কুপন বিলি ঘিরে উত্তেজনা

রাজ্যে চলছে তৃতীয় দফার নির্বাচন(third phase election)। এই নির্বাচনে সকাল থেকেই নানা প্রান্ত থেকে আসছিল অশান্তির খবর। তবে সবকিছুকে ছাপিয়ে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল রায়দিঘি কেন্দ্রে। সিপিআইএম ও তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে এই কেন্দ্রে ভোটারদের টাকার প্রলোভন দেখাচ্ছে বিজেপি(BJP)। বিজেপি প্রার্থীকে ভোট দিলে ১০০০ টাকা করে দেওয়া হবে। এমনই কুপন বিলি করা হচ্ছে গ্রামে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রায়দিঘি(Raidighi) কেন্দ্রের লালপুর অঞ্চলে।

আরও পড়ুন:বিক্ষিপ্ত অশান্তির মাঝেই TMC-BJP-র কর্মীরা ভোটারদের জন্য রাঁধছেন লুচি-আলুরদম

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে রায়দিঘির লালপুর অঞ্চলে ভোট গ্রহণ কেন্দ্র গিয়েছিলেন সিপিআইএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়। তিনি যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই এলাকায় উত্তেজনা শুরু হয়। তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয় বিজেপির তরফে বেশ কিছু কুপন বিলি করা হচ্ছে। যেখানে বলা হচ্ছে বিজেপিকে ভোট দিলেন ১০০০ টাকা করে দেওয়া হবে। তৃণমূলের অভিযোগের পাশাপাশি একই অভিযোগ তোলা হয় বামেদের তরফে। এহেন অভিযোগের জেরে ৩ পক্ষের মধ্যে শুরু হয় অশান্তি । এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি।

Advt

Previous articleবিজেপিকে ভোট দিয়ে নিজের পায়ে কুড়ুল মারবেন না, আর্জি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিকের
Next articleকরোনা সংক্রমনে রাশ টানতে দিল্লিতে নাইট কার্ফু জারি ৩০ এপ্রিল পর্যন্ত