ট্রেনে অভিনব  জনসংযোগ লকেটের

ব্যান্ডেল ষ্টেশন থেকে রেল টিকিট কেটে ৯টা ৫ এর ব্যান্ডেল – হাওড়া লোকাল ট্রেনে চেপে বুধবার সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ।
তিনি বলেন, ট্রেন জনসংযোগের একটা বড় মাধ্যম তাই সেই সুযোগটা হাতছাড়া করতে চাইনি। আজ সকালে নিত্য যাত্রীদের সাথে ব্যান্ডেল থেকে চুঁচুড়া স্টেশন পর্যন্ত জনসম্পর্ক করলাম। সাধারণ মানুষ সোনার বাংলা গড়ার সংকল্প নিয়ে ফেলেছে, বিজেপি আসছেই।

এই অভিনব জনসংযোগ কর্মসূচি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন ট্রেন যাত্রীরা।

Advt